কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের জন্য ২০১৭ সালের শিল্প উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

১১৬৪ কোটি টাকার অতিরিক্ত আর্থিক সহায়তার প্রস্তাব অনুমোদিত

प्रविष्टि तिथि: 06 SEP 2023 3:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের জন্য ২০১৭ সালের শিল্প উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। 

কেন্দ্রীয় সরকার হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের জন্য ২০১৮ সালের ২৩ এপ্রিল এই প্রকল্পটির ঘোষণা করে। প্রকল্প বাস্তবায়নের জন্য ১৩১ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ২০২১-২২ অর্থবর্ষে প্রকল্পের সম্পূর্ণ অর্থ ব্যয় হয়। তবে প্রকল্প বাস্তবায়নের জন্য ২০২৮-২৯ অর্থবর্ষ পর্যন্ত আরও ১১৬৪ কোটি ৫৩ লক্ষ টাকার প্রয়োজন দেখা দেয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। এরফলে প্রকল্পের সঙ্গে যুক্ত সকলে উপকৃত হবেন।

হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কেন্দ্রীয় মূলধন বিনিয়োগ উৎসাহ প্রকল্পের আওতায় কারখানা এবং বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ মূলধন বাবদ আর্থিক সহায়তা পাওয়া যাবে। তবে এই সুযোগ দেওয়া হবে সেইসব সংস্থাগুলিকে, যারা সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করবে। 

সংশ্লিষ্ট রাজ্যগুলিতে নতুন যেসব শিল্প সংস্থা গড়ে তোলা হবে এবং যেসব শিল্প সংস্থা তাদের কারখানা সম্প্রসারণ করবে, সেইসব সংস্থার কারখানা এবং যন্ত্রপাতির বীমা বাবদ প্রিমিয়ামের পুরো টাকা দেওয়া হবে। এক্ষেত্রে ওই কারখানাটি যেদিন বাণিজ্যিক উৎপাদন শুরু করবে সেই দিন থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। আশা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে ৭৭৪টি নিবন্ধীকৃত সংস্থায় ৪৮৬০৭টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

AC/CB/NS


(रिलीज़ आईडी: 1955228) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Nepali , Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam