প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 02 SEP 2023 2:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর , ২০২৩

 

 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।

এক্স পোস্টের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

"চন্দ্রযান তিনের সাফল্যের পরও ভারতের মহাকাশ সফর অব্যাহত। ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণের জন্য @isro-র বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানাই। সমগ্র মানব জাতির কল্যাণে বিশ্ব ব্রহ্মান্ড সম্পর্কে আরও ভাল ধারণা পেতে আমাদের নিরলস বৈজ্ঞানিক প্রয়াস অব্যাহত থাকবে।" 

 
AC/CB/AS


(Release ID: 1954394) Visitor Counter : 131