তথ্যওসম্প্রচারমন্ত্রক
তথ্য ও সম্প্রচার মন্ত্রক সংবাদমাধ্যমগুলিকে জুয়া বিষয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ বিজ্ঞাপনের অনুমতি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে
Posted On:
25 AUG 2023 1:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ আগস্ট, ২০২৩
তথ্য ও সম্প্রচার মন্ত্রক আজ সংবাদমাধ্যম, অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থতাকারী এবং সোশ্যাল মিডিয়া সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে জুয়ার উপর বিজ্ঞাপন/প্রচারমূলক বিষয় দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এই পরামর্শ মেনে চলা ব্যতিত ভারত সরকার বিভিন্ন আইনের আওতায় যথাযথ পদক্ষেপ নিতে পারে।
মন্ত্রক সাম্প্রতিক দালালদের এক নেটওয়ার্কের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাগ্রহণের প্রসঙ্গ তুলে ধরেছে, যারা জুয়া খেলার অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে যথেষ্ট অর্থ সংগ্রহ করেছিল। সেই অর্থ দেশের বাইরে চালান করে দেওয়া হয়, পরবর্তীতে জুয়া/বেটিং প্ল্যাটফর্মে বিজ্ঞাপনে পুনরায় কাজে লাগানোর জন্য। এতে গ্রাহকদের বিশেষ করে যুব সম্প্রদায় ও শিশুদের উল্লেখযোগ্য আর্থিক এবং সামাজিক-অর্থনৈতিক ঝুঁকি রয়েছে। এও বলা হয়েছে যে, এই প্রক্রিয়ার সঙ্গে অর্থ তছরূপের যোগসূত্র রয়েছে। এতে দেশের আর্থিক নিরাপত্তা বিপদের মুখে পড়েছে।
মন্ত্রক পরামর্শে বলেছে, এই বেআইনী কার্যকলাপের সঙ্গে এধরনের বিজ্ঞাপনের জন্য কালো টাকা ব্যবহারের খুব সম্ভাবনা রয়েছে। মন্ত্রক লক্ষ্য করেছে যে, ক্রিকেট প্রতিযোগিতা সহ বড় খেলাধুলার সময় সংবাদমাধ্যম, অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থতাকারী এবং সোশ্যাল মিডিয়া জুয়া ও বেটিং প্ল্যাটফর্মগুলির বিজ্ঞাপনের পরোক্ষ এবং প্রত্যক্ষ অনুমতি দিয়ে থাকে। এছাড়াও মন্ত্রকের নজরে এসেছে যে, বিশেষত ক্রিকেট এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগে থেকেই এধরনের জুয়া ও বেটিং-এর প্রচারের প্রবণতা দেখা যায়।
তাই মন্ত্রক জুয়া/বেটিং প্ল্যাটফর্মগুলির প্রচারের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলিকে সতর্ক করার জন্য পরামর্শ জারি করেছে। ভারতীয় দর্শকদের যাতে এই ধরনের বিজ্ঞাপনের লক্ষ্য না করা হয় তার জন্য অনলাইন বিজ্ঞাপন মধ্যস্থতাকারীদের পরামর্শ দেওয়া হয়েছে। ২০২২-এর ১৩ জুন, ২০২২-এর ৩ অক্টোবর এবং ২০২৩-এর ৬ এপ্রিল এবিষয়ে পরামর্শ জারি করে মন্ত্রক। এই পরামর্শগুলিতে বলা হয়েছিল যে, জুয়া এবং বেটিং হল একটি বেআইনী কার্যকলাপ। তাই ক্রেতা সুরক্ষা আইন ২০১৯, দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৮ সহ একাধিক আইনের আওতায় যে কোনো সংবাদমাধ্যমে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই ধরনের বিজ্ঞাপন/প্রচার বেআইনী।
এই পরামর্শের বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন নিম্নলিখিত লিঙ্কে –
https://mib.gov.in/sites/default/files/Advisory%20dated%2025.08.2023%20with%20enclosures.pdf
AC/SS/SKD
(Release ID: 1952069)
Visitor Counter : 129
Read this release in:
Khasi
,
Gujarati
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam