প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দেশের অর্থনীতি ও কৃষক কল্যাণে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রগুলি পরিবর্তনের দিশারী হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

Posted On: 14 AUG 2023 8:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ আগস্ট, ২০২৩

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র’ (পিএমকেএসকে)-এর গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য-র এক ট্যুইট বার্তা সকলের কাছে তুলে ধরেছেন।

ঐ বার্তার প্রত্যুত্তরে এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য লিখেছেন যে ‘প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র’ কৃষকদের ক্ষমতায়ন এবং দেশের অর্থ ব্যবস্থার ভিত আরও মজবুত করে তোলার ক্ষেত্রে একটি ‘গেম চেঞ্জার’-এর ভূমিকা পালন করছে।”


(Release ID: 1948918) Visitor Counter : 135