প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ডিজিট্যাল স্বাস্থ্য পরিষেবার প্রশংসা করেছেন

Posted On: 05 AUG 2023 9:29AM by PIB Kolkata

নতুনদিল্লি, ৫ই আগস্ট, ২০২৩ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডিজিট্যাল স্বাস্থ্য পরিষেবার সম্পূর্ণ সুফল দেশের কোটি কোটি মানুষের কাছে পৌছানোয় সন্তোষ প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, সংক্রমিত ব্যাধি নয় এমন অসুখের জন্য জাতীয় প্রকল্পর এনসিডি পোর্টালে ৫ কোটির বেশী আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা (এবিএইচএ) তৈরি করা হয়েছে। 
মন্ত্রীর ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, 
“ দারুণ একটি খবর! আমাদের মূল উদ্দেশ্য দেশজুড়ে আমাদের গরীব ভাইবোনদের উন্নত স্বাস্থ্যপরিষেবা প্রদান করা। ডিজিট্যাল স্বাস্থ্য ব্যবস্থার সম্পূর্ণ সুফল দেশের কোটি কোটি মানুষের কাছে পৌছানোর খবরটি অত্যন্ত সন্তোষজনক। “ 

AC/CB/AS



(Release ID: 1946112) Visitor Counter : 91