প্রতিরক্ষামন্ত্রক
২৪তম কার্গিল বিজয় দিবসের আগে ভারতীয় সেনার তিন বাহিনীর মহিলাদের নতুন দিল্লি-দ্রাস মোটরসাইকেল র্যা লি
Posted On:
18 JUL 2023 1:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ জুলাই, ২০২৩
১৯৯৯-এর কার্গিল যুদ্ধে পাকিস্তানকে পরাস্ত করার ২৪তম বার্ষিকীতে নারী শক্তির ভূমিকা তুলে ধরতে ভারতীয় সেনার তিন বাহিনীর মহিলাদের নতুন দিল্লি-দ্রাস মোটরসাইকেল র্যালির সূচনা হল। দিল্লির জাতীয় যুদ্ধ স্মারক থেকে ‘নারী সশক্তিকরণ মহিলা মোটরসাইকেল র্যালি’-র সূচনা করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডে। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
র্যালিতে যোগ দিয়েছেন তিন বাহিনীর ২৫ জন মহিলা সদস্য। প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁরা ২৫ জুলাই দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে পৌঁছোবেন। পথে আলাপচারিতায় যোগ দেবেন এনসিসি ক্যাডেট, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং প্রাক্তন সেনানীদের সঙ্গে।
সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডে এই অভিযানে সামিল হওয়ার জন্য তাঁদের অভিনন্দন জানান। তিনি বলেন, দেশ গঠনে নারী শক্তির ভূমিকা অপরিহার্য।
CG/AC/AS/
(Release ID: 1940670)
Visitor Counter : 148