কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

কয়লা থেকে গ্যাস উৎপাদন সংক্রান্ত ৬ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত করার বিষয়টি কয়লা মন্ত্রকের বিবেচনাধীন

Posted On: 14 JUL 2023 12:20PM by PIB Kolkata

                                                                                                                                                                                       নয়াদিল্লি, ১৪ জুলাই, ২০২৩
২০৩০ অর্থবর্ষের মধ্যে ১০ কোটি টন কয়লা থেকে গ্যাস উৎপাদনের এক লক্ষ্যমাত্রা ধার্য করেছে কয়লা মন্ত্রক। এর ফলে, প্রাকৃতিক সম্পদকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানো সম্ভব হবে এবং কয়লা থেকে গ্যাস উৎপাদনের আর্থিক ও কারিগরি বিভিন্ন দিক বিবেচনা করে ভবিষ্যতে দেশের জ্বালানী চাহিদা মেটানো সম্ভব হবে।
প্রস্তাবিত এই প্রকল্পটি কয়লা ক্ষেত্রে সংস্কারসাধন করবে। এর মাধ্যমে প্রাকৃতিক গ্যাস, মিথানল, অ্যামোনিয়া সহ অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের ক্ষেত্রে আমদানী নির্ভরতা হ্রাস পাবে। দেশের অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী ভারত প্রতি বছর প্রায় ৫০ শতাংশ প্রাকৃতিক গ্যাস, ৯০ শতাংশের বেশি মিথানল এবং ১৩-১৫ শতাংশ অ্যামোনিয়া আমদানী করে। কয়লা থেকে গ্যাস উৎপাদনের ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রে দেশ আত্মনির্ভর হয়ে উঠবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। মন্ত্রক রাষ্ট্রায়ত্ত সংস্থা ও বেসরকারি সংস্থার সহায়তায় কয়লা ও লিগনাইট থেকে গ্যাস উৎপাদনের এই প্রকল্পটির বাস্তবায়নে ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান করছে।
এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যুক্ত সংস্থাগুলিকে ১০ বছরের মেয়াদে পণ্য ও পরিষেবা করে বিশেষ ছাড় দেওয়া হবে। কোল ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন কয়লা খনিতে গ্যাস উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২২ সালের অক্টোবরে ভেইল – এর সঙ্গে কোল ইন্ডিয়ার সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এছাড়াও, আইওসিএল ও গেইল – এর সঙ্গেও এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোল ইন্ডিয়ার পর্ষদ, ইসিএল, এমসিএল এবং ডব্লিউসিএল – এর কাছ থেকে পাওয়া এ সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করেছে। বর্তমানে এই তিনটি সংস্থান প্রস্তাবিত অঞ্চলে ভূমি চরিত্র সংক্রান্ত সমীক্ষা ও জলের প্রাপ্যতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। কয়লা মন্ত্রক, কয়লা থেকে গ্যাস উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। প্রস্তাবিত প্রকল্পটিতে লগ্নি আকৃষ্ট করতে রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেসরকারি সংস্থা সহ নানা ধরনের বিনিয়োগকে উৎসাহ দেওয়া হচ্ছে।

CG/CB/SB……14_JULY_2023...…(309)…..(1939399)


(Release ID: 1939497) Visitor Counter : 123