নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

নির্ভয়া তহবিলের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার ও পকসো পীড়িতদের সহায়তার লক্ষ্যে নারী ও শিশুবিকাশ মন্ত্রকের প্রকল্প

Posted On: 11 JUL 2023 1:08PM by PIB Kolkata

                                                                                                                                                                                    নয়াদিল্লি, ১১ জুলাই, ২০২৩
 
নির্ভয়া তহবিলের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার ও পকসো পীড়িতদের সহায়তার লক্ষ্যে নারী ও শিশুবিকাশ মন্ত্রকের উদ্যোগে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ধর্ষণ, গণ-ধর্ষণ এবং গর্ভবতী নাবালিকাদের সাহায্যের জন্য ৭৪.১০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করা হয়েছে।  আশ্রয়, খাদ্যের ব্যবস্থা ও দৈনিক প্রয়োজনীয়তা মেটানো, আদালতে শুনানির জন্য নিয়ে যাওয়ার সময় নিরাপদে যাতায়াত, ধর্ষণ বা গণ-ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়া পরিবার-পরিত্যক্ত নাবালিকাদের সাহায্যের জন্যই এই প্রকল্প।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র তথ্য অনুযায়ী, ২০২১ সালে পকসো আইনে ৫১,৮৬৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে অনেক গর্ভবতী এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার বালিকাও রয়েছে। এরা যখন পরিবার থেকে বিচ্ছিন্ন বা অনাথ হয়ে পড়ে, তখন তাদের অবস্থা আরও সঙ্গীন হয়ে ওঠে।

এই প্রকল্পের লক্ষ্য হল :

(১) এক ছাদের নীচে নাবালিকাদের ধারাবাহিক সাহায্য ও সহায়তা প্রদান।

(২) তাৎক্ষণিক, জরুরি এবং সাধারণ ক্ষেত্রে শিক্ষা, পুলিশি সহায়তা, মেডিক্যাল (মাতৃত্বকালীন, নবজাতক ও শিশু পরিচর্যা), মনস্তাত্ত্বিক ও মানসিক কাউন্সেলিংয়ে আইনি সাহায্য, পীড়িত নাবালিকাদের বিমার আওতায় আনা এবং তার সদ্যোজাত শিশুর জন্য এক ছাদের নীচে বিচার ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

উপযুক্ততার শর্তাবলী :

* ১৮ বছরের নীচে পীড়নের শিকার যে কোনও বালিকা।

* পকসো আইনের ৩ ও ৫ নং ধারায় যৌন নির্যাতন।

* এ ধরনের যৌন পীড়ন বা ধর্ষণের ফলে কেউ গর্ভবতী হয়ে পড়লে। সেক্ষেত্রে নাবালিকাকে অনাথ বা পরিবার পরিত্যক্ত হতে হবে অথবা ঐ নাবালিকা পরিবারের সঙ্গে থাকতে না চাইলে।

এই প্রকল্পের সুবিধা নিতে গেলে, নিগ্রহের শিকার নাবালিকাকে এফআইআর-এর কপি রাখতে হবে, এমনটি বাধ্যতামূলক নয়। তবে যিনি এর দায়িত্বে রয়েছেন, তিনি প্রকল্পের রূপায়ণ এবং এফআইআর নথিভুক্তির বিষয়টি দেখবেন।

চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনস (সিসিআই) চিল্ড্রেনস হোম-এর অনুসরণ করা পদ্ধতিসমূহ :

হোমের দায়িত্বে যিনি থাকবেন, তাঁকে বালিকার জন্য পৃথক আশ্রয়ের ব্যবস্থা করতে হবে, যা বাড়িতে থাকা শিশুর চেয়ে আলাদা হবে। বালিকার দেখাশোনার জন্য একজনকে নিযুক্ত করতে হবে। বালিকাটির যত্ন এবং সুরক্ষার জন্য পৃথক তহবিলের ব্যবস্থা করতে হবে।

CG/MP/DM/


(Release ID: 1938693) Visitor Counter : 111