সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ১৪ জুলাই নতুন দিল্লিতে একদিনব্যাপী ‘স্ট্রেংদেনিং পিএসিএস থ্রু এফপিওস’ শীর্ষক মেগা সম্মেলনের উদ্বোধন করবেন

Posted On: 10 JUL 2023 2:57PM by PIB Kolkata

                                                                                                                                                                                      নয়াদিল্লি, ১০ জুলাই, ২০২৩
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আগামী ১৪ জুলাই নতুন দিল্লিতে একদিনব্যাপী ‘স্ট্রেংদেনিং পিএসিস থ্রু এফপিওস’ শীর্ষক মেগা সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলনের লক্ষ্য, ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন্স (এফপিও)-এর মাধ্যমে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিজ (পিএসসিএস)-কে শক্তিশালী করার পন্থা বিষয়ে আলোচনা করা।

সম্মেলনে কৃষিক্ষেত্রের কৃতী ব্যক্তিদের পাশাপাশি সারা দেশের এফপিও সদস্যরা যোগ দেবেন। এটির আয়োজন করছে ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনসিডিসি)। সহযোগিতা করছে কেন্দ্রীয় সমবায় মন্ত্রক।

কৃষকরা সঙ্ঘবদ্ধ হলে সম্পদ আহরণ করার সুবিধা হয়, দরাদরি করার শক্তি বাড়ে। এইভাবেই এফপিও-গুলি কৃষিক্ষেত্রে রূপান্তরে প্রধান উপায় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুযায়ী, ‘সাকার সে সমৃদ্ধি’ অর্জন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের প্রয়াসে ১,১০০ নতুন এফপিও তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমবায় মন্ত্রকের গুরুত্বপূর্ণ উদ্যোগে কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রক সম্প্রতি এনসিডিসি-কে অতিরিক্ত ব্লক বরাদ্দ করেছে এই কর্মসূচির অধীনে পিএসি-গুলিকে শক্তিশালী করার মাধ্যমে সমবায় ক্ষেত্রে ১,১০০টি এফপিও তৈরি করার জন্য।

এফপিও কর্মসূচির অধীনে প্রতিটি এফপিও-কে ৩৩ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। এছাড়াও, এফপিও প্রতি ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে ক্লাস্টার বেসড বিজনেস অর্গানাইজেশন (সিবিবিও)-কে।

কৃষিক্ষেত্রকে লাভজনক করে তুলতে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতে এফপিও-গুলির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরা ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদের ভালো দাম পেতে সাহায্য করে, পরিবহণের খরচ যাতে কমে এবং সব মিলিয়ে উৎপাদন যাতে বাড়ে সেদিকেও নজর দেয় এফপিও-গুলি। সরকার এফপিও কর্মসূচিতে পিএসি-কে সংযুক্ত করতে চায় যাতে কৃষকদের বাণিজ্যিক কাজের পরিসীমা বাড়ে।

পিএসি-তে প্রায় ১৩ কোটি কৃষক সদস্য আছেন। পিএসি-গুলি স্বল্পমেয়াদি ঋণ, বীজ, সার বিতরণের কাজে প্রাথমিকভাবে যুক্ত। বর্তমানে দেশের মোট কৃষকের ৮৬ শতাংশের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক চাষী। এই পরিস্থিতিতে এইসব কৃষকরা যাতে উন্নত প্রযুক্তি, ঋণ, আর্থিক সাহায্য এবং বাজারের সুবিধা পান সরকার পিএসি-র সঙ্গে যুক্ত কৃষকদের এফপিও তৈরিতে উৎসাহ দিচ্ছে।

এনসিডিসি সমবায় মন্ত্রকের অধীন একটি বিধিবদ্ধ সংস্থা। ঐ সংস্থার দায়িত্ব পরিকল্পনা তৈরি করা, প্রচার করা এবং সমবায়গুলিকে আর্থিক সাহায্য দেওয়া যাতে উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ে এবং ফসল তোলার পর কৃষকরা সুবিধাপ্রাপ্ত হন। ২০২২-২৩ অর্থ বছরে এনসিডিসি কৃষি প্রক্রিয়াকরণ, দুর্বল শ্রেণী, সমবায়গুলির কম্পিউটারাইজেশন, পরিষেবা, ঋণ এবং তরুণ সমবায় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ৪১,০৩১.৩৯ কোটি টাকা দিয়েছে।

CG/AP/DM/…


(Release ID: 1938606) Visitor Counter : 133