প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দলাই লামার ৮৮ তম জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

प्रविष्टि तिथि: 06 JUL 2023 1:14PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দলাই লামাকে তাঁর ৮৮ তম জন্মদিনে টেলিফোনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“মাননীয় দলাইলামার ৮৮ তম জন্মদিনে তাঁর সঙ্গে কথা হয়েছে। তাঁকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি।”

CG/SD/SKD/ ReleaseID: 1937690/ 06 July, 2023/ W- 72


(रिलीज़ आईडी: 1937751) आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam