আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

জি-২০ গোষ্ঠীর শহরাঞ্চলের জন্য ইউ-২০ ব্যবস্থাপনায় মহানাগরিক সম্মেলন অনুষ্ঠিত হবে ৭ ও ৮-ই জুলাই

Posted On: 05 JUL 2023 12:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ জুলাই, ২০২৩

জি-২০ গোষ্ঠীর শহরাঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য গুজরাটের আমেদাবাদ ও গান্ধীনগরে ৭ ও ৮-ই জুলাই ইউ-২০ মহানাগরিক সম্মেলন অনুষ্ঠিত হবে । বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ৫৭টি শহর এবং ভারতের ৩৫টি শহরের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন । ৫০০-র বেশি মেয়র বা মহানাগরিক, ডেপুটি মেয়র এবং পুরসভার আধিকারিকরা সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন । 

ইউ-২০-তে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, তার মধ্যে রয়েছে পরিবেশ রক্ষার জন্য যথাযথ আচরণ, জলবায়ুর বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থাপনা, জলের নিরাপত্তা, স্থানীয় সংস্কৃতি ও অর্থনীতির মানোন্নয়ন, শহরাঞ্চলের স্থানীয় প্রশাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং নগরায়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার । টোকিও, রিয়াধ, প্যারিস, আম্মান, লস অ্যাঞ্জেলস, নিউ-ইয়র্ক সিটি, কাটোওয়াইস, রিও-ডি-জেনিরো, দুবাই, কিচনের, লন্ডন, মন্টেভিডিও, জোহানেসবার্গ, ডার্বান সহ বিভিন্ন শহরের মেয়ররা এতে উপস্থিত থাকবেন । 

সম্মেলনে পরিবেশকে কার্বনমুক্ত করা, শহরাঞ্চলের উন্নয়নে মহিলা, যুবক-যুবতী ও শিশুদের যুক্ত করা, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শহরাঞ্চলের পরিকাঠামো গড়তে সাহায্য করা, এক্ষেত্রে বিনিয়োগের ব্যবস্থা, জল, নিকাশির জল এবং কঠিন বর্জ্য পদার্থের বৃত্তীয় অর্থনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে । 

ইউ-২০ অর্থাৎ আর্বান-২০ সম্মেলনে যে সিদ্ধান্তগুলি নেওয়া হবে, সেগুলি জি-২০ গোষ্ঠীর শেরপা অমিতাভ কান্ত এবং কেন্দ্রীয় নগোরন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরীর কাছে পাঠানো হবে ।


CG/CB/RAB 



(Release ID: 1937648) Visitor Counter : 139