প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবম বার্ষিক আন্তর্জাতিক যোগ দিবস
प्रविष्टि तिथि:
21 JUN 2023 7:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক সিটিতে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আইকনিক নর্থ লন-এ নবম বার্ষিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে নেতৃত্ব দিয়েছেন।
এ বছরের বিষয় হল ‘বসুধৈব কুটুম্বকম-এর জন্য যোগ'। “বসুধৈব কুটুম্বকম” অথবা “এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ”।
অনুষ্ঠানে ১৩৫টিরও বেশি দেশের হাজার হাজার যোগ ব্যায়াম উৎসাহীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। একটি যোগ অনুষ্ঠানে সর্বাধিক সংখ্যক দেশের মানুষ অংশগ্রহণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়াতারেস-এর একটি ভিডিও বার্তাও শোনানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি মিঃ সাবা করোসি, নিউ ইয়র্ক সিটির মেয়র মিঃ এরিক অ্যাডামস, রাষ্ট্রসংঘের উপমহাসচিব ও রাষ্ট্রসংঘের সুস্থায়ী উন্নয়ন গোষ্ঠীর মিস আমিনা জে মহম্মদ সহ কূটনীতিক, কর্মকর্তা, শিক্ষাবিদ, স্বাস্থ্য পেশাদার, প্রযুক্তিবিদ, শিল্পপতি, মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পী, আধ্যাত্মিক গুরু এবং যোগ অনুশীলনকারীর মতো সামাজিক সকল স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
যোগ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে পুস্পস্তবক অর্পণ করেন, যা ইউএনএসসি-তে ভারতের সভাপতিত্বের সময় উদ্বোধন করা হয়েছিল। এর পরে প্রধানমন্ত্রী নর্থ লনে অবস্থিত শান্তিরক্ষী স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
CG/SS/NS …21.06.23 ….200
(रिलीज़ आईडी: 1934431)
आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Manipuri
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam