কৃষিমন্ত্রক

প্রান্তিক কৃষকদের উপর নজর দিয়ে সুস্থায়ী এবং অন্তর্ভুক্তিমূলক খাদ্য ব্যবস্থার উপায় খুঁজে বের করুন – প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

Posted On: 17 JUN 2023 3:29PM by PIB Kolkata


নয়াদিল্লি, ১৭ জুন, ২০২৩

১৫ – ১৭ জুন পর্যন্ত চলা জি-২০ কৃষি মন্ত্রীদের বৈঠক ‘আউটকাম ডক্যুমেন্ট অ্যান্ড চেয়ার সামারি’ শীর্ষক বিষয়ে আলোচনার ফলাফল গৃহীত হয়েছে। কৃষি ক্ষেত্রকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে আলোচনার হয় এখানে। বৈঠকে জি-২০ উন্নয়নশীল দেশের নেতৃত্বের কথা তুলে ধরা হয়।
কেন্দ্রীয় কৃষি সচিব শ্রী মনোজ আহুজা স্বাগত ভাষণ দেন। এরপর, ১৬ জুন পূর্ণাঙ্গ অধিবেশনের মাধ্যমে মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও বার্তা তুলে ধরা হয়। এই বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষি ক্ষেত্র মানবসভ্যতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জি-২০ কৃষি মন্ত্রীদের বৈঠকে ৪টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেন। খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বৃদ্ধিতে কৃষি বৈচিত্র্যের প্রচার এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, জলবায়ু-বান্ধব প্রযুক্তি ক্ষেত্রে অর্থ বরাদ্দ, সুস্থায়ী কৃষি উৎপাদনের জন্য কৃষি ব্যবস্থার উপর ভিত্তি করে জলবায়ু-ভিত্তিক আধুনিক পদক্ষেপ গ্রহণ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, মহিলা এবং যুবদের জন্য শক্তিশালী পরিকাঠামো তৈরি, কৃষি ক্ষেত্রে ডিজিটাইজেশনের উপরও জোর দেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ বলে ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ভারত প্রাচীন শস্য ক্ষেত্রে গবেষণা ও প্রযুক্তির বিষয় সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
পূর্ণাঙ্গ এই অধিবেশনে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর, নীতি আয়োগের সদস্য ডঃ রমেশ চন্দ সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি পূরণের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গী, ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ বিষয়ের উপর বক্তব্য রাখেন।

CG/SS/SB……20_MAY_2023...…



(Release ID: 1933368) Visitor Counter : 109