সংস্কৃতিমন্ত্রক

নেহরু স্মৃতি সংগ্রহালয় ও গ্রন্থাগার সোসাইটির নতুন নামকরণ করা হল প্রধানমন্ত্রী সংগ্রহালয় ও গ্রন্থাগার সোসাইটি

Posted On: 16 JUN 2023 11:54AM by PIB Kolkata


                                                                                                                                                            নতুনদিল্লি, ১৬ জুন ২০২৩
নেহরু স্মৃতি সংগ্রহালয় ও গ্রন্থাগার সোসাইটির এক বিশেষ বৈঠকে এর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী সংগ্রহালয় ও গ্রন্থাগার সোসাইটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই বিশেষ বৈঠকে পৌরোহিত্য করেন সোসাইটির সহ সভাপতি প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ।
  ২০১৬ সালে নতুন দিল্লির তিনমূর্তি ভবনের এই সংগ্রহালয়টি দেশের প্রধানমন্ত্রীদের নামে উৎসর্গ করার পক্ষে মত দেন । ২০১৬-র ২৫ নভেম্বর এনএমএমএল-এর কার্যনির্বাহী পরিষদের ১৬২ তম বৈঠকে তিনমূর্তি ভবনে প্রধানমন্ত্রী নামাঙ্কিত সংগ্রহালয় তৈরির সিদ্ধান্ত অনুমোদিত হয় । সেই প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং ২০২২ সালের ২১ এপ্রিল প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের উদ্বোধন করা হয় ।
  এরপর, কার্যনির্বাহী পরিষদ ঠিক করে যে, এই প্রতিষ্ঠানের বর্তমান কার্যকলাপের পাশাপাশি স্বাধীন ভারতের গণতান্ত্রিক যাত্রা পথের কথাও এই সংগ্রহালয়ে তুলে ধরা উচিত । সেইসঙ্গে দেশ গঠনে প্রত্যেক প্রধানমন্ত্রীর ভূমিকাও তুলে ধরা উচিত । নবনির্মিত এই সংগ্রহালয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জওহরলাল নেহরুর জীবন এবং অবদানের কথা তুলে ধরা হয়েছে । আমাদের প্রধানমন্ত্রীরা দেশ গড়ার ক্ষেত্রে কিভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এবং দেশকে সর্বাঙ্গীন উন্নতির পথে এগিয়ে নিয়ে গিয়েছেন, তা এই সংগ্রহালয়ে তুলে ধরা হয়েছে ।
  কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান শ্রী নৃপেন্দ্র মিশ্র তাঁর স্বাগত ভাষণে বলেন, এর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী সংগ্রহালয় করার পিছনে গণতন্ত্রের প্রতি দেশের গভীর অঙ্গীকারের অনুভূতি কাজ করেছে ।
  সোসাইটির সহ সভাপতি প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই নাম পরিবর্তনের প্রস্তাবকে স্বাগত জানান । সেইসঙ্গে শ্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে শ্রী নরেন্দ্র মোদী পর্যন্ত সব প্রধানমন্ত্রীর অবদান এবং তাঁদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার বিষয়টি তুলে ধরেন । প্রধানমন্ত্রীদের এক একটি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি এবং তাঁদের বর্ণময় ব্যক্তিত্বের কথা তুলে ধরেন । তিনি বলেন, এই নাম পরিবর্তনের মাধ্যমে আমাদের সমস্ত প্রধানমন্ত্রী এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে ।

CG/MP/CS….



(Release ID: 1932841) Visitor Counter : 167