প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী রাজস্থানের দৌসায় ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’-কে ‘গোদ ভরাই’ অনুষ্ঠান হিসেবে পালন করায় প্রশংসা করেছেন

प्रविष्टि तिथि: 12 JUN 2023 6:45PM by PIB Kolkata

                                                                                                                                                 নতুন দিল্লি, ১২ জুন, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের দৌসায় ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’-কে ‘গোদ ভরাই’ অনুষ্ঠান হিসেবে পালন করায় প্রশংসা করেছেন।

রাজস্থানের দৌসার সাংসদ শ্রীমতী জাসকৌর মীনা জানান, রাজস্থানের দৌসায় তাঁরা ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’-কে ‘গোদ ভরাই’ অনুষ্ঠান হিসেবে পালন করেছেন। এখানে গর্ভবতী মহিলারা একসঙ্গে আসেন। তাঁদের শিশুদের সুস্বস্থ্যের কথা চিন্তা করে ‘পোষণ কিট’ দেওয়া হয়।

তিনি আরও জানান, রাজস্থানে ২০২২-২৩ সালে এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন ৩.৫ লক্ষ মহিলা।

দৌসার সাংসদের একগুচ্ছ ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“দৌসার এই বিশেষ অনুষ্ঠান ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’-কে নতুন আলো দেখিয়েছে। এর থেকে মায়েদের পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষাও সুনিশ্চিত হচ্ছে।”

 


CG/PM/AS


(रिलीज़ आईडी: 1931924) आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Kannada , Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Malayalam