সহযোগ মন্ত্রক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সহকার সে সমৃদ্ধি’ মন্ত্রের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার আরও পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে
Posted On:
08 JUN 2023 3:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সহকার সে সমৃদ্ধি’ বা ‘সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি’ মন্ত্রের বাস্তবায়নে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এবং রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডবিয়ার বৈঠকে এইসব সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে উপস্থিত ছিলেন সমবায় ও সার মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।
এই পাঁচটি সিদ্ধান্ত হল :
১. দেশে এক লক্ষ প্রাথমিক কৃষি ঋণদান সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে যেসব সমিতি সারের খুচরো বিক্রির কাজ করে না, তাদের চিহ্নিত করা হবে এবং সমস্ত বিষয় ও সম্ভাব্যতা বিচার করে তাদের সার বিক্রির কাজ করায় উৎসাহিত করা হবে।
২. যেসব প্রাথমিক কৃষি ঋণদান সমবায় সমিতি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র হিসেবে কাজ করছে না, তাদের ওই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।
৩. প্রাথমিক কৃষি ঋণদান সমবায় সমিতিগুলিকে জৈব সার, বিশেষত ফার্মেন্টেড জৈব সার / তরল ফার্মেন্টেড জৈব সার / ফসফেট সমৃদ্ধ জৈব সার বিপণনের কাজে যুক্ত করা হবে।
৪. সার দপ্তরের বিপণন প্রসার সহায়তা কর্মসূচির আওতায় বড় সার উৎপাদক সংস্থাগুলিকে জৈব সার উৎপাদক বিভিন্ন ছোট সংস্থার সমন্বায়ক হিসেবে গড়ে তোলা হবে। এরফলে, এইসব ছোট সংস্থা নিজেদের পণ্য বাজারজাত করার কাজ করতে পারবে সহজে। প্রাথমিক কৃষি ঋণদান সংস্থাগুলিও এই জৈব সারের পাইকারি ও খুচরো বিক্রেতা হিসেবে কাজ করবে।
৫. খামারে সার এবং কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে ড্রোন ব্যবহারেও প্রাথমিক কৃষি ঋণদান সংস্থাগুলিকে উদ্যোগী করে তোলা হবে। সম্পত্তি সর্বেক্ষণেও ড্রোন ব্যবহার করা যেতে পারে।
এইসব সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব : সরকারের এইসব পদক্ষেপের দরুন প্রাথমিক কৃষি ঋণদান সমবায় সমিতিগুলির আয় বাড়বে। পাশাপাশি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের ক্ষেত্রেও গতি আসবে। কৃষকরা স্থানীয় বাজারে সার, কীটনাশক, বীজ এবং কৃষি কাজের যন্ত্রপাতি পেয়ে যাবেন।
(Release ID: 1930806)
Visitor Counter : 159