প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ওড়িশার বালেশ্বর সফরকালে সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

Posted On: 03 JUN 2023 7:03PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৩  জুন, ২০২৩

এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। আমি এক অসহনীয় বেদনা অনুভব করছি। বিভিন্ন রাজ্যের মানুষ এই সফরে তাঁদের কিছু না কিছু হারিয়েছেন। যাঁদের জীবনহানি হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনার। আমার মন ব্যাকুল হচ্ছে।

যাঁরা আহত হয়েছেন তাঁদের উন্নত চিকিৎসার জন্য সরকারের তরফে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। যে নিকট পরিজনদের আমরা হারিয়েছি তাঁদের ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু এই দুঃখের মুর্হুতে সরকার তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে রয়েছে। সরকারের কাছে এই ঘটনা অত্যন্ত গুরুতর। সব রকম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কোনো ভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না।

আমি ওড়িশা সরকার এবং এখানে উপস্থিত প্রশাসনের যেসব আধিকারিক এই পরিস্থিতিতে সব রকম সাহায্যের চেষ্টা চালাচ্ছেন তাঁদের ধন্যবাদ জানাই। এখানকার জনগণকেও আন্তরিক অভিনন্দন জানাই। সংকটের এই প্রহরে তাঁরা রক্তদান, উদ্ধারকাজের মতো সব কিছুতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে এই এলাকার যুবকরা উল্লেখযোগ্য পরিশ্রম করেছেন।

আমি এই অঞ্চলের জনগণকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তাঁদের সাহায্যের জন্যই এই অভিযান যুদ্ধকালীন তৎপরতায় চালানো সম্ভব হয়েছে। রেল বিভাগ নিজেদের সম্পূর্ণ শক্তি ও ব্যবস্থাপনা দিয়ে উদ্ধারকাজ ও দ্রুত রেললাইন মেরামতের কাজ শুরু করেছে। এই পথে যাতায়াত যেন অবিলম্বে শুরু করা যায় তার জন্য সুচারু চেষ্টা চালানো হচ্ছে।

কিন্তু দুঃখের এই প্রহরে আমি আজ ঘটনাস্থলে গিয়ে সবকিছু দেখে এসেছি। হাসপাতালেও আহত নাগরিকদের সঙ্গে আমি কথা বলেছি। এই বেদনা প্রকাশ করার মতো শব্দ আমার কাছে নেই। ঈশ্বর আমাদের দ্রুত এই মর্মান্তিক সময় পেরনোর ক্ষমতা দিন এই প্রার্থনা করি। আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে এই ঘটনা থেকেও আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আমাদের বিভিন্ন ব্যবস্থাপনা এবং নাগরিকদের জীবনরক্ষার বিষয়টিকে প্রাথমিক গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। দুঃখের এই সময়ে আমরা সব শোকসন্তপ্ত পরিবার-পরিজনের জন্য প্রার্থনা করি।  

CG/PM/NS


(Release ID: 1930121) Visitor Counter : 148