রেলমন্ত্রক
ওড়িশায় মর্মান্তিক দুর্ঘটনায় আটকেপড়া যাত্রী এবং মৃত ব্যক্তিদের পরিবার / বন্ধুবান্ধব / আত্মীয়স্বজনদের সুবিধার্থে ১৩৯ হেল্পলাইন নম্বরে ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থা
प्रविष्टि तिथि:
04 JUN 2023 4:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ জুন, ২০২৩
ভারতীয় রেল ওড়িশায় মর্মান্তিক দুর্ঘটনায় আটকেপড়া যাত্রী এবং মৃত ব্যক্তিদের পরিবার / বন্ধুবান্ধব / আত্মীয়স্বজনদের সুবিধার্থে ১৩৯ হেল্পলাইন নম্বরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এই লক্ষ্যে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে, যাঁরা দিবারাত্রী ২৪ ঘন্টাই কলারদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। আঞ্চলিক রেল ও রাজ্য সরকারগুলির সহযোগিতায় আধিকারিকদের দলটি কাজ করবে। এছাড়াও এই দুর্ঘটনায় হতাহতদের জন্য রেলমন্ত্রীর পক্ষ থেকে যে এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে, তা দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারের হাতে পৌঁছে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করবে। উল্লেখ করা যেতে পারে, ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রত্যেক মৃত ব্যক্তির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা ও সামান্য আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।
ভারতীয় রেলের ১৩৯ নম্বর হেল্পলাইনের উদ্দেশ্যই হল, কঠিন এই সময়ে ক্ষতিগ্রস্ত যাত্রী ও তাদের পরিবার পরিজনকে সঠিক ও সন্তোষজনক তথ্য দিয়ে সাহায্য করা।
ভারতীয় রেল এখনও পর্যন্ত এই রেল দুর্ঘটনায় ১১ জন যাত্রীর মৃত্যু, গুরুতর আহত ৫০ জন ব্যক্তি এবং সামান্য আহত ২২৪ জন ব্যক্তি সহ ২৮৫টি ক্ষেত্রে এককালীন আর্থিক সহায়তা হিসেবে ৩ কোটি ২২ লক্ষ টাকা দিয়েছে। উল্লেখ করা যেতে পারে, ভারতীয় রেল সাতটি জায়গায় এককালীন অর্থ সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছে। এগুলি হল - সরো, খড়গপুর, বালাসোর, খান্তাপাড়া, ভদ্রক, কটক ও ভূবনেশ্বর।
CG/BD/AS
(रिलीज़ आईडी: 1929824)
आगंतुक पटल : 193