শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় স্টার্ট-আপ পুরস্কার, ২০২৩-এর জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ১৫ জুন, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে

Posted On: 01 JUN 2023 1:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ জুন, ২০২৩

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আওতাধীন শিল্পের প্রচার ও অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক দপ্তর (ডিপিআইআইটি) ২০২০ সালের জাতীয় স্টার্ট-আপ পুরস্কার (এনএসএ) চালু করে। ২০২৩-এর জাতীয় স্টার্ট-আপ পুরস্কারের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে ১লা এপ্রিল, ২০২৩ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা বাড়িয়ে ১৫ই জুন, ২০২৩ করা হল।

জাতীয় স্টার্ট-আপ পুরস্কার, ২০২৩-এর আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোয় উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগপতিদের তাঁদের উদ্ভাবনী ক্ষমতা তুলে ধরার জন্য অতিরিক্ত সময় মিলবে।

জাতীয় স্টার্ট-আপ পুরস্কার, ২০২৩ দেশের সব প্রান্তের বিভিন্ন উদ্ভাবনমূলক বিষয়গুলির ওপর নির্ভর করে প্রদান করা হবে। এবারের মূল ভাবনা স্থির করা হয়েছে - ‘ভিশন ইন্ডিয়া @২০৪৭’। অমৃতকালে ভারতের উন্নত অর্থনীতির দেশ হিসেবে পরিণত হওয়ার যাত্রাপথে এই ভাবনা বিশেষভাবে সহায়ক হবে। 

ডিপিআইআইটি প্রতি বিভাগে একটি বিজয়ী স্টার্ট-আপকে ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার প্রদান করবে। এছাড়াও, বিজয়ী এবং জাতীয় স্টার্ট-আপ পুরস্কার, ২০২৩-এর চূড়ান্ত তালিকায় থাকা স্টার্ট-আপগুলি বিশেষভাবে বিনিয়োগকারী ও সরকারি নেটওয়ার্ক থেকে সাহায্য পাবে।

পরপর তিনবার সফলভাবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের পর এবারে এমএসএ স্টার্ট-আপ ক্ষেত্রে উদ্যোগপতিদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। 

উৎসাহী অংশগ্রহণকারীদের জাতীয় স্টার্ট-আপ পুরস্কারের সরকারি ওয়েবসাইট - https://www.startupindia.gov.in/ দেখতে এবং তাদের আবেদনপত্র বর্ধিত সময়সীমা ১৫ই জুনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

আরও জানতে দেখুন - https://www.startupindia.gov.in/

CG/PM/DM/


(Release ID: 1928983) Visitor Counter : 146