প্রধানমন্ত্রীরদপ্তর
সিডনিতে ব্যবসায়ীদের গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ
Posted On:
24 MAY 2023 3:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ মে, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিডনীতে প্রথমসারির অস্ট্রেলিয়ান কোম্পানিগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে ভাষণ দেন।
ইস্পাত, ব্যাঙ্কিং শিল্প, জ্বালানী, খনি এবং তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রের প্রথম সারির সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকরা এই বৈঠকে যোগ দেন। এদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিখ্যাত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ভারত সরকারের অর্থনৈতিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর ফলে, ভারতে সহজে ব্যবসা-বাণিজ্য করা সম্ভব হচ্ছে এবং দেশের অর্থনীতির বিকাশ ঘটছে। এদের মধ্যে উল্লেখযোগ্য – যোগাযোগ সংক্রান্ত পরিকাঠামো নির্মাণের জন্য মিশন গতিশক্তি, জন ধন – আধার – মোবাইল সংযুক্তিকরণ, জাতীয় শিক্ষা নীতি, হাইড্রোজেন মিশন ২০৫০, উৎসাহ-ভিত্তিক উৎপাদন প্রকল্প, মহাকাশ ও ভূ-স্থানিক ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের সুযোগ, চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জাম উৎপাদনের নতুন নীতি, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প ইত্যাদি।
প্রধানমন্ত্রী ভারতে বিনিয়োগের সুযোগগুলিকে কাজে লাগাতে মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের আমন্ত্রণ জানান। এর মধ্যে উল্লেখযোগ্য ডিজিটাল পরিকাঠামো, তথ্য প্রযুক্তি, ফিনটেক, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর, মহাকাশ, হাইড্রোজেন সহ পুনর্নবীকরণযোগ্য জ্বালানী, শিক্ষা, ওষুধ শিল্প, চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জাম উৎপাদন, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সহ বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলন, বস্ত্র, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ।
প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের ভারতীয় বিভিন্ন সংস্থার আধিকারিকদের সঙ্গে পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তুলে অংশীদারিত্বের আহ্বান জানান।
এই বৈঠকে কমনওয়েলথ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়ার সভাপতি ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী ম্যাট কোমিন, রিও টিন্টোর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রীমতী কেলি পার্কার, ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাঙ্কের চেয়ারম্যান ও নন-এক্সিকিউটিভ ডায়রেক্টর শ্রী ফিলিপ ক্রোনিক্যান, অস্ট্রেলিয়ান ইন্ডাস্ট্রি ব্যাঙ্কের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী ইনেস উইলকস্, বিএইচপি-র অস্ট্রেলিয়ার সভাপতি শ্রীমতী গেরালডিন স্ল্যাটেরি, অ্যাটলাসিয়ানের সহকারী প্রতিষ্ঠাতা সহকারী মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী স্কট ফার্কুহার, সিডনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সভাপতি অধ্যাপক মার্ক স্কট, ওরিকার ম্যানেজিং ডায়রেক্টর এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী সঞ্জীব গান্ধী, কোচলিয়ারের প্রধান শ্রী ডিগ হাউইট, বিজনেস কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রীমতী জেনিফার ওয়েস্টাকোট, ওয়াইস্টেকের প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী রিচার্ড হোয়াইট, এয়ারট্রাঙ্কের প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী রবিন খুদা, এন্টুরার ম্যানেজিং ডায়রেক্টর শ্রীমতী ট্যামি চু, ক্যুইন্টিজ স্যান্ডেলউডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী রিচার্ড হ্যানফ্রে, ইউএনএসডব্লিউ – এর উপাচার্য ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অধ্যাপক অ্যাটিলা ব্রুংস্, রিচার্জ ইন্ডাস্ট্রির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী রবার্ট ফিটৎপ্যাট্রিক, ইউনিভার্সিটিজ অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ শ্রীমতী ক্যাটরিনা জ্যাকসন, সেন্টার ফর অস্ট্রেলিয়া – ইন্ডিয়া রিলেশনস – এর পরামর্শদাতা পর্ষদের প্রধান শ্রীমতী স্বাতী দাভে এবং ন্যাভরিটাস গোষ্ঠীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী স্কট জোনস্ উপস্থিত ছিলেন।
CG/CB/SB
(Release ID: 1927458)
Visitor Counter : 120
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam