প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

খাদি শিল্পের সঙ্গে দেশবাসীর যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের ঘটনা প্রায় প্রতিদিনই বৃদ্ধি পেয়ে চলেছে : প্রধানমন্ত্রী

Posted On: 09 MAY 2023 9:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ মে, ২০২৩


খাদির সঙ্গে দেশবাসীর সম্পর্ক ও যোগাযোগ প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড স্থাপন করছে, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, খাদি শিল্পে কর্মসংস্থানের সুযোগও নিয়মিত সম্প্রসারিত হচ্ছে।

কেন্দ্রীয় ক্ষুদ্র, মাঝারি ও অণু শিল্প দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নারায়ণ রানে-র এক ট্যুইট বার্তার উত্তরে এই অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। শ্রী রানে তাঁর বার্তায় বলেছিলেন যে খাদি ও গ্রামীণ শিল্প শিল্পী ও কারিগরদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাঁদের আয় ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুদায়িত্ব পালন করে চলেছে। শ্রী রানে আরও জানিয়েছেন যে ১ এপ্রিল, ২০২২ থেকে ৩১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত খাদি ও গ্রামীণ শিল্পে ১ কোটি ৭২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খাদি উৎপাদন ও বিপণনের মাত্রাও বৃদ্ধি পেয়েছে সাফল্যজনকভাবে।

 


PG/SKD/DM/


(Release ID: 1924232) Visitor Counter : 132