প্রধানমন্ত্রীরদপ্তর

লুধিয়ানায় গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনায় শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর


এককালীন সাহায্য ঘোষণা

Posted On: 01 MAY 2023 12:26PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১  মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লুধিয়ানায় গ্যাস লিকে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

মৃত এবং আহতদের জন্য এককালীন আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ট্যুইটে বলা হয়েছে:

“লুধিয়ানায় মর্মান্তিক গ্যাস লিকের ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী @narendramodi মৃতদের পরিবার পিছু পিএমএনআরএফ থেকে এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।”

 

PG/MP/NS



(Release ID: 1921211) Visitor Counter : 95