প্রধানমন্ত্রীরদপ্তর

উড়ান প্রকল্পের ৬ বছরের সাফল্যে খুশি প্রধানমন্ত্রী

Posted On: 28 APR 2023 10:18AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৮  এপ্রিল, ২০২৩

 

৬ বছর আগে সিমলা ও দিল্লির মধ্যে যাতায়াতকারী রিজিওনাল কানেক্টিভিটি স্কিম(আরসিএস) উড়ান সম্পর্কে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক ট্যুইট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজ ৪৭৩টি রুট এবং ৭৪টি বিমানবন্দর, হেলিপোর্ট ও জল বিমান বন্দরের মাধ্যমে ভারতের বিমান পরিবহনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন,

গত ৯ বছরে ভারতের উড়ান পরিবহনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। শ্রী মোদী আরও বলেন, বর্তমানে চালু থাকা বিমানবন্দরগুলিকে আধুনিক করা হয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে নতুন বিমানবন্দর তৈরি করা হয়েছে এবং রেকর্ড সংখ্যক যাত্রী এখন বিমানে যাতায়াত করছেন।

ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন;

“গত ৯ বছরে ভারতের উড়ান পরিবহন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। বর্তমানে চালু থাকা বিমানবন্দরগুলিকে আধুনিক করা হয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে নতুন বিমানবন্দর তৈরি করা হয়েছে এবং রেকর্ড সংখ্যক যাত্রী এখন বিমানে যাতায়াত করছেন। এরফলে বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে বড় গতি এসেছে। #UDANat6”

 

PG/MP/NS



(Release ID: 1920937) Visitor Counter : 94