প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উচ্চ গুণমানসম্পন্ন ও ব্যয় সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা সুস্থ ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী

Posted On: 26 APR 2023 9:30AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্যয় সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সরকারি উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশীর একটি ট্যুইট শেয়ার করেছেন।

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “সুস্থ ভারত গঠনের জন্য ও বহু মানুষের সহায়তার ক্ষেত্রে উন্নত মানের ও ব্যয় সাশ্রয়ী চিকিৎসা প্রদানে আমরা যে চেষ্টা চালাচ্ছি, তার আরও একটি উদাহরণ”।

"ಕೈಗೆಟಕುವ ದರದಲ್ಲಿ ಉತ್ತಮ ಗುಣಮಟ್ಟದ ಆರೋಗ್ಯ ಸೇವೆಯನ್ನು ಜನರಿಗೆ ಒದಗಿಸುವ ನಮ್ಮ ಪ್ರಯತ್ನ ಅನೇಕ ಮಂದಿಗೆ ಸಹಾಯ ಮಾಡಿ ಆರೋಗ್ಯಕರ ಭಾರತ ನಿರ್ಮಾಣಕ್ಕೆ ಯಾವ ರೀತಿ ಕೊಡುಗೆ ನೀಡುತ್ತದೆ ಎಂಬುದಕ್ಕೆ ಇದು ಮತ್ತೊಂದು ಉದಾಹರಣೆಯಾಗಿದೆ."

 

PG/PM/SB


(Release ID: 1919767) Visitor Counter : 93