প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

তুতিকোরিন বন্দরের বৃক্ষরোপণ উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 23 APR 2023 10:18AM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৩এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তুতিকোরিন বন্দরে বৃক্ষরোপণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রশংসা করেছেন।

এই বন্দরে ২০২২ সালে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক ১০ হাজার গাছের চারা পুঁতেছিল। এই গাছগুলি এখন বড় হচ্ছে, যা আগামী প্রজন্মের জন্য লাভজনক হবে।

বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন,

“পরিবেশ রক্ষার জন্য @vocpa_tuticorin-এর সুন্দর এবং দূরদর্শী এক উদ্যোগ। অনেক অনেক অভিনন্দন।“  

 

PG/CB/NS


(Release ID: 1919140) Visitor Counter : 129