স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

প্রধানমন্ত্রীর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ২০২২ পুরস্কার পেল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় কোভিড – ১৯ টিকাকরণ কর্মসূচি

Posted On: 21 APR 2023 4:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রীর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ২০২২ পুরস্কার পেল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় কোভিড – ১৯ টিকাকরণ কর্মসূচি। বিজ্ঞান ভবনে ১৬তম সিভিল সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব শ্রী রাজেশ ভূষণ। 

এই কৃতিত্বের জন্য স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডব্য। এক ট্যুইটে ডাঃ মনসুখ মান্ডব্য বলেছেন, “সকলের টিকাকরণে একজোট হয়ে কাজ করার জন্য গোটা টিমের নিরলস কাজকে অভিনন্দন জানাই”। 

সরকারি পরিকাঠামো, উৎপাদন, লজিস্টিক এবং সরবরাহ – এই চারটি বিষয়কে সামনে রেখে টিকাকরণ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল। 

রাজ্য স্টিয়ারিং কমিটি, রাজ্য টাস্কফোর্স, জেলা টাস্কফোর্স, শহর/ব্লক টাস্কফোর্স – এর মাধ্যমে একটি নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। ১.০৪ কোটি স্বাস্থ্য পরিষেবা কর্মী, সামনের সারিতে থাকা স্বাস্থ্য কর্মী এবং ষাটোর্ধো নাগরিক মিলিয়ে প্রায় ৩০ কোটি টিকাদান কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়। এরপর, ধাপে ধাপে ১০৬.০২ কোটি দেশবাসীকে টিকাদান করা হয়। ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে ৮২৫ দিনের মধ্যে টিকাদান সম্পন্ন করা হয়। সরকারি – বেসরকারি মিলিয়ে প্রায় ৭৫ হাজার প্রোগ্রাম অফিসার/মেডিকেল অফিসার, ৭ লক্ষ ৩০ হাজার স্বাস্থ্য কর্মী এবং ১ লক্ষ ৬০ হাজার অতিরিক্ত সামনের সারির স্বাস্থ্য কর্মীকে এই কর্মসূচিতে সামিল করা হয়েছিল। কোভিড টিকা সম্পর্কে প্রায় ২.৬৪ লক্ষ টিকাদানকারী এবং ৪.৭৬ লক্ষ অন্যান্য টিকাদানকারী সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কো-উইন মঞ্চের মাধ্যমে মসৃণভাবে এই কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। টিকাদান অভিযানের উপর নজরদারি, টিকার সহজলভ্যতা এবং ব্যবহার সবকিছুর উপরই নজর রাখা হয়েছিল। কো-উইন অ্যাপ – এর মাধ্যমে সুবিধাভোগীদের নথিভুক্তিকরণ, টিকার অগ্রিম বুকিং এবং কিউআর ভিত্তিক ডিজিটাল শংসাপত্র – এই সবকিছুই করা সম্ভব হয়েছিল। বিভিন্ন সময়ে এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবর্তনও ঘটানো হয়েছে। এর ফলে, মানুষ অনেক সহজেই নথিভুক্তিকরণ ও টিকা গ্রহণ করতে পেরেছেন। এই সাফল্যের ক্ষেত্রে কো-উইন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

১০০ কোটিরও বেশি সুবিধাভোগী কো-উইন পোর্টালের মাধ্যমে নথিভুক্তিকরণ করিয়েছেন; সারা ভারতে ২২১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে, যা গোটা বিশ্বের মোট কোভিড টিকার ১৭ শতাংশ; ৯৭ শতাংশ দেশবাসী (১২ বছরের ঊর্ধ্বে) একটি ডোজ পেয়েছেন এবং ৯০ শতাংশ মানুষ দুটি ডোজ পেয়েছেন; সারা দেশে প্রায় ৩ কোটি টিকাদান সেশন হয়েছে। ২০২১ – এর পয়লা এপ্রিল থেকে এ পর্যন্ত ডোজ দেওয়া হয়েছে শহরাঞ্চলে ২৮ শতাংশ (৫৭,৪৯,০২,৮৮৩), গ্রামাঞ্চলে ৭২ শতাংশ (১,৪৬,৪৮,৪৯,৩৫৫)। 

লিঙ্গ-ভিত্তিক ডোজ: পুরুষ - ৫১ শতাংশ (১,১২,১৫,২৩,৬১৩) এবং মহিলা – ৪৯ শতাংশ (১,০৭,৯২,৮৬,৩০৯)। অন্যান্য – ০.০২ শতাংশ (৫,৩১,১২৫)। সরকারি টিকাদান ৯৭.৫ শতাংশ (১,৯৮,৭৯,৭০,০৯৭), বেসরকারি টিকাদান ২.৫ শতাংশ (৫,০৩,৮৫,৪১২)। 

গর্ভবতী মহিলা, রূপান্তরকামী, ভবঘুরে, মানসিক স্বাস্থ্য কেন্দ্র, জেলা বন্দী সহ বিভিন্ন শ্রেণীর নাগরিকদের বিশেষ সেশনের মাধ্যমে ৭৪ কোটি ডোজ প্রদান করা হয়। 

মাত্র ৯ মাসে প্রথম ১০০ কোটি ডোজ প্রদান করা হয় এবং পরবর্তী ৯ মাসে আরও ১০০ কোটি ডোজ প্রদান করা হয়।

 

PG/MP/SB



(Release ID: 1918678) Visitor Counter : 67