প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন


উভয় নেতৃত্ব ভারত-ডেনমার্ক গ্রিন কৌশলগত সহযোগিতা অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং বর্ধিত সহযোগিতা ও উচ্চ পর্যায়ের বিনিময়ে সন্তোষ প্রকাশ করেন

প্রধানমন্ত্রী ফ্রেদেরিকসেন ভারতের জি২০ উদ্যোগের প্রশংসা করেন এবং ডেনমার্কের পূর্ণ সমর্থনের কথা জানান

উভয় নেতৃত্ব আগামী বছর ২০২৪এ ভারত-ডেনমার্ক সম্পর্কের ৭৫-তম বার্ষিকী উদযাপনে সম্মত হয়েছেন

Posted On: 20 APR 2023 6:08PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২০  এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডেনমার্কের প্রধানমন্ত্রী শ্রীমতী মেতে ফ্রেদেরিকসেন-এর সঙ্গে আজ টেলিফোনে কথা বলেছেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার দায়িত্বভার নেওয়ায় ফ্রেদেরিকসেনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

উভয় নেতা ভারত-ডেনমার্ক গ্রিন কৌশলগত সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। সাম্প্রতিক উচ্চপর্যায়ের বিনিময় এবং বর্ধিত সহযোগিতা নিয়ে তাঁরা উভয়েই সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী ফ্রেদেরিকসেনকে ভারতের বর্তমান জি-২০ সভাপতিত্ব এবং তার মূল অগ্রাধিকারের বিষয়গুলি সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত করেন। প্রধানমন্ত্রী ফ্রেদেরিকসেন ভারতের উদ্যোগের প্রশংসা করেন এবং এক্ষেত্রে ডেনমার্কের পূর্ণ সমর্থন জানান।

উভয় নেতা আগামী বছর ২০২৪-এ ভারত-ডেনমার্ক সহযোগিতার ৭৫-তম বার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন এবং দু-দেশের সম্পর্ককে আরো বৈচিত্র্যপূর্ণ করে তোলার জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন নতুন আঙ্গিক অনুসন্ধানে সম্মত হয়েছেন।

 

PG/AB/NS


(Release ID: 1918544) Visitor Counter : 142