প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী গুরু তেগ বাহাদুরজির প্রকাশ পুরবে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

Posted On: 11 APR 2023 2:23PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১১  এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী গুরু তেগ বাহাদুরজির প্রকাশ পুরবে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“প্রকাশ পুরবে শ্রী গুরু তেগ বাহাদুরজিকে প্রণাম জানাই। তাঁর অদম্য সাহস এবং সত্য ও ন্যায় বিচার রক্ষায় অঙ্গীকার অনুপ্রেরণার উৎস। দিল্লির লালকেল্লায় গত বছর তাঁর ৪০০-তম প্রকাশ পুরব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমি যে বক্তব্য রেখেছিলাম সেটি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি।”

 

 

PG/CB/NS


(Release ID: 1915728) Visitor Counter : 119