অর্থমন্ত্রক
পিএমজেজেবিওয়াই এবং পিএমএসবিওয়াই-এর তিন মাসের প্রচারাভিযানে তালিকাভুক্তি জোরালো করতে মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে পৌরোহিত্য করেন আর্থিক পরিষেবা দপ্তরের সচিব
Posted On:
11 APR 2023 11:28AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ এপ্রিল, ২০২৩
গ্রাম পঞ্চায়েত স্তরে ‘প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা’ (পিএমজেজেবিওয়াই) এবং ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’ (পিএমএসবিওয়াই)-র মতো ক্ষুদ্র বিমা প্রকল্পে পরিষেবা বৃদ্ধি করতে তিন মাসের জোরালো প্রচারাভিযান নিয়ে মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে পৌরোহিত্য করেন আর্থিক পরিষেবা দপ্তরের সচিব ডঃ বিবেক যোশী। এই প্রকল্পগুলির বৈশিষ্ট্য এবং মূলগত উদ্দেশ্য তুলে ধরে মানুষকে এর আওতায় নিয়ে আসাই হচ্ছে এই প্রচারাভিযানের মূল উদ্দেশ্য। দেশের সমস্ত জেলায় তিন মাসব্যাপী এই প্রচারাভিযান ১ এপ্রিল, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৩ পর্যন্ত চলবে।
বৈঠকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই ক্ষুদ্র বিমা প্রকল্পগুলিতে আরও বেশি মানুষের অন্তর্ভুক্তির ওপর জোর দেওয়া হয়। বর্তমানে পিএমজেজেবিওয়াই-এর সুবিধাভোগীর সংখ্যা ৮ কোটি ৩০ লক্ষ এবং পিএমএসবিওয়াই-এর ক্ষেত্রে এই সংখ্যা ২৩ কোটি ৯০ লক্ষ। ১৫,৫০০ কোটি টাকা এই বিমা খাতে এ পর্যন্ত প্রদান করা হয়েছে।
ডঃ যোশী সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আহ্বান জানান। সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রধানদের সঙ্গে এই লক্ষ্যে তিনি ১৩ এপ্রিল, ২০২৩ তারিখে বৈঠক করবেন।
পিএমজেজেবিওয়াই-এর আওতায় কোনও সুবিধাভোগীর যে কোনও কারণবশত মৃত্যু হলে ২ লক্ষ টাকার বিমার সুযোগ পাবেন। অন্যদিকে, পিএমএসবিওয়াই-এর আওতায় দুর্ঘটনায় পুরোপুরি পঙ্গু বা মৃত্যু হলে ২ লক্ষ টাকা এবং আংশিক পঙ্গুত্বের ক্ষেত্রে ১ লক্ষ টাকার বিমার সুবিধা পাওয়া যাবে। এই দুটি প্রকল্পেই বিমার অঙ্ক সুবিধাভোগী বা তাঁর পরিবার-পরিজন পাবেন।
PG/AB/DM/
(Release ID: 1915638)
Visitor Counter : 119