প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কাঞ্চিপুরমের এক বাজির কারখানায় দুর্ঘটনার ফলে প্রাণহানির সংবাদে বিচলিত প্রধানমন্ত্রী


নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং প্রত্যেক আহতকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তাদানের ঘোষণা করলেন তিনি

Posted On: 22 MAR 2023 8:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ মার্চ,২০২৩

 

কাঞ্চিপুরমের এক বাজির কারখানায় দুর্ঘটনার ফলে প্রাণহানির সংবাদে বিচলিত প্রধানমন্ত্রী। গভীর শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“কাঞ্চিপুরমের এক বাজির কারখানায় দুর্ঘটনার খবরে আমি ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারগুলিকে জানাই আমার সমবেদনা। এই প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃত ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।” 

 

PG/SKD/DM/


(Release ID: 1910821) Visitor Counter : 131