ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
বর্তমানে মরশুমে ধান সংগ্রহের প্রক্রিয়ায় ১ কোটির বেশি কৃষক উপকৃত
प्रविष्टि तिथि:
03 MAR 2023 10:31AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ মার্চ, ২০২৩
২০২২-২৩ কৃষি বর্ষের খারিফ মরশুমে পয়লা মার্চের হিসেব অনুযায়ী প্রায় ৭১৩ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ১৪,৬৯৬০ কোটি টাকা। প্রায় ১ কোটি কৃষক এই প্রক্রিয়ায় উপকৃত হয়েছেন। তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ধান সংগ্রহের এই প্রক্রিয়ায় কৃষকদের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা হয়েছে। সংগ্রহ করা ধান থেকে চাল তৈরি করে তা সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানোও হচ্ছে। পয়লা মার্চের হিসেব অনুযায়ী ২৪৬ লক্ষ মেট্রিক টন চাল কেন্দ্রীয় পুল-এ পাঠানো হয়েছে।
২০২২-২৩ খরিফ মরশুমে ৭৬৬ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে অনুমান। এই ধান থেকে ৫১৪ লক্ষ মেট্রিক টন চাল পাওয়া যাবে। বর্তমানে রবি মরশুমে ১৫৮ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ হবে বলে ধারনা করা হচ্ছে, যার থেকে ১০৬ লক্ষ মেট্রিক টন চাল পাওয়া যাবে। এর ফলে ২০২২-২৩ কৃষি বর্ষে প্রায় ৯০০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ হবে বলে আশা করা হচ্ছে।
PG/CB/NS
(रिलीज़ आईडी: 1903860)
आगंतुक पटल : 287