তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান মহানির্দেশক পদে দায়িত্ব গ্রহণ শ্রী রাজেশ মালহোত্রা-র

Posted On: 01 MAR 2023 10:41AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১  মার্চ, ২০২৩

শ্রী রাজেশ মালহোত্রা আজ প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) প্রধান মহানির্দেশক পদে দায়িত্ব গ্রহণ করেছেন। শ্রী সত্যন্দ্র নাথ প্রকাশ এই পদ থেকে গতকাল অবসর নেওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন শ্রী মালহোত্রা।

এর আগে ১৯৮৯ ব্যাচের আইআইএস আধিকারিক শ্রী রাজেশ মালহোত্রা ২০১৮ সাল থেকে অর্থমন্ত্রকে কর্মরত ছিলেন। কোভিড-১৯ অতিমারির কঠিন পরিস্থিতিতে তিনি দক্ষতার সঙ্গে জনগণকে স্বস্তি দিতে ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে আত্মনির্ভর ভারত প্রকল্পের সঙ্গে সাযুজ্য রেখে সংবাদ মাধ্যম নীতির দিশানির্দেশ দেন।

৩২ বছরের বেশি কর্মজীবনে অর্থ, কৃষি, বিদ্যুৎ, কয়লা, খনি, যোগাযোগ ও প্রযুক্তি, বস্ত্র, শ্রম, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি সহ বিভিন্ন মন্ত্রকে কার্যকর ভূমিকা পালন করেছেন শ্রী মালহোত্রা। ১৯৯৬-২০১৭ এই ২১ বছর সময়ে তিনি নির্বাচন কমিশনের মিডিয়া ও যোগাযোগ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।

আইএমটি গাজিয়াবাদ থেকে বিজনেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং হায়দ্রাবাদে এনএএলএসএআর থেকে মিডিয়া আইন সংক্রান্ত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন তিনি। এছাড়াও ক্যালিফোর্নিয়া ও ব্রিটেন থেকে কিছু স্বল্প সময়ের পাঠক্রমও করেছেন। আইনের ডিগ্রিও রয়েছে তাঁর।

মুখপাত্র হিসেবে শ্রী মালহোত্রা সফলভাবে সরকার ও সংবাদ মাধ্যমের মধ্যে সেতু বন্ধন করেছেন দক্ষতার সঙ্গে। বিভিন্ন জটিল পরিস্থিতিও সামলেছেন কুশলতার মাধ্যমে। বিভিন্ন মন্ত্রী পর্যাযের প্রতিনিধির ভারত সফরের এবং আন্তর্জাতিক সম্মেলনের অবিচ্ছেদ্য সঙ্গীও তিনি।

 

PG/PM/NS


(Release ID: 1903341) Visitor Counter : 158