কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের ২২তম শ্রম কমিশনের মেয়াদ ২০২৪ – এর ৩১ অগাস্ট পর্যন্ত বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে

Posted On: 22 FEB 2023 12:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ভারতের ২২তম শ্রম কমিশনের মেয়াদ ৩১ অগাস্ট, ২০২৪ পর্যন্ত বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে।

শ্রম কমিশন হ’ল - বিধিবদ্ধ নয় এমন এক কমিটি, যা সময়ে সময়ে ভারত সরকার গঠন করে। এই কমিশনটি ১৯৫৫ সালে প্রথম তৈরি করা হয়েছিল। এরপর, নানা সময়ে তা পুনর্গঠিত হয়। বর্তমান এই ২২তম শ্রম কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ – এর ২০ ফেব্রুয়ারি। দেশে

শ্রম কমিশন এখনও পর্যন্ত ২৭৭টি রিপোর্ট জমা দিয়েছে। বিভিন্ন শ্রম কমিশন দেশের শ্রম আইনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

২২তম শ্রম কমিশনের চেয়ারপার্সন ও সদস্যরা সম্প্রতি কাজে যোগ দিয়েছেন এবং তাঁরা বকেয়া বিভিন্ন প্রকল্প পরীক্ষা করে দেখে রিপোর্ট তৈরির জন্য কাজে শুরু করেছেন। এজন্য ২২তম শ্রম কমিশনের মেয়াদ ২০২৪ – এর ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

PG/PM/SB


(Release ID: 1901519) Visitor Counter : 191