কেন্দ্রীয়মন্ত্রিসভা
কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও গায়ানার মধ্যে বিমান পরিষেবা চুক্তি অনুমোদন করেছে
प्रविष्टि तिथि:
22 FEB 2023 12:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত সরকার ও গায়ানা সরকারের মধ্যে হওয়া বিমান পরিষেবা চুক্তিটি অনুমোদন করেছে। বিমান পরিষেবা চুক্তিটি দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষ প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পূর্ণ করলে কার্যকর হবে।
গায়ানায় জনসংখ্যার এক বিপুল অংশ ভারতীয়। ২০১২ সালের জনগণনা অনুযায়ী, সেখানে বসবাসকারী ৪০ শতাংশই ভারতীয়। গায়ানার সঙ্গে বিমান পরিষেবা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি রূপরেখা কার্যকর করা হবে। ভারতে অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে বায়ু পরিষেবা চুক্তি স্বাক্ষর করা হচ্ছে। এই চুক্তিটি স্বাক্ষরকারী দুই দেশের মধ্যে বিমান চলাচলের আইনি পরিকাঠামো তৈরি করে। বর্তমানে ভারত সরকার এবং গায়ানা সরকারের মধ্যে এ ধরনের কোনও সমঝোতা নেই।
নতুন এই বিমান পরিষেবা চুক্তির ফলে ভারত ও গায়ানার মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মজবুত হওয়ার পথ প্রশস্ত হবে।
PG/PM/SB
(रिलीज़ आईडी: 1901465)
आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam