কেন্দ্রীয়মন্ত্রিসভা
ভিন্নভাবে সক্ষমদের কল্যাণে সহযোগিতার জন্য ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রটিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
15 FEB 2023 3:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভিন্নভাবে সক্ষমদের কল্যাণে সহযোগিতার জন্য ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রটিকে অনুমোদন দেওয়া হয়েছে। এই সমঝোতাপত্র অনুসারে ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়ণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুটি দেশ একে অপরকে সহায়তা করবে। এর ফলে দুই দেশের ভিন্নভাবে সক্ষম এবং প্রবীণ নাগরিকদের জীবনযাত্রায় সহায়ক বিভিন্ন যন্ত্রপাতির গবেষণা এবং উৎপাদনের ক্ষেত্রে সুবিধা হবে।
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দীর্ঘদিনের এক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মহাত্মা গান্ধী ১০০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় তাঁর সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য প্রতিরোধ আন্দোলনের আন্তর্জাতিক স্তরে সমর্থনের জন্য ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৯৩ সালে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। পরবর্তীতে ব্রিকস, আইবিএসএ সহ বিভিন্ন আর্ন্তজাতিক ফোরামে দুটি দেশ একযোগে কাজ করেছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি, সংস্কৃতি, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের মধ্যে সহয়োগিতামূলক সম্পর্ক রয়েছে। ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়ণে স্বাক্ষরিত এই সমঝোতাপত্রটি দু-দেশের মধ্যে সম্পর্ককে আরও নিবিড় করে তুলবে।
PG/CB/NS
(Release ID: 1899539)
Visitor Counter : 168
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam