অর্থমন্ত্রক
২০২৩-২৪এর বাজেটে নির্দিষ্ট সিগারেটের ওপর জাতীয় বিপর্যয় শুল্ক ১৬ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে
Posted On:
01 FEB 2023 12:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৩
সংসদে আজ ২০২৩-২৪এর কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন নির্দিষ্ট কিছু সিগারেটের ওপর জাতীয় বিপর্যয় শুল্ক (এনসিসিডি) ১৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
তিন বছর আগে শেষ বার নির্দিষ্ট সিগারের এনসিসিডি সংশোধিত হয়েছে।
সিগারেটের ওপর এনসিসিডি শুল্ক হার (০২.০২.২০২৩ থেকে কার্যকর)
পণ্যের বিবরণ
|
১ হাজার কাঠিতে শুল্ক ছিল
|
১ হাজার কাঠিতে শুল্ক হল
|
৬৫ এমএম-এর বেশি দীর্ঘ নয় এমন ফিল্টার ব্যাতিত অন্য সিগারেট
|
২০০
|
২৩০
|
৬৫ এমএম-এর বেশি কিন্তু ৭০ এমএম-এর বেশি দীর্ঘ নয় এমন ফিল্টার ব্যাতিত অন্য সিগারেট
|
২৫০
|
২৯০
|
৬৫ এমএম-এর বেশি নয় এমন ফিল্টার সিগারেট
|
৪৪০
|
৫১০
|
৬৫ এমএম-এর বেশি কিন্তু ৭০ এমএম-এর বেশি নয় এমন ফিল্টার সিগারেট
|
৪৪০
|
৫১০
|
৭০ এমএম-এর বেশি কিন্তু ৭৫ এমএম-এর বেশি নয় এমন ফিল্টার সিগারেট
|
৫৪৫
|
৬৩০
|
অন্য সিগারেট
|
৭৩৫
|
৮৫০
|
তামাকের পরিবর্ত সিগারেট
|
৬০০
|
৬৯০
|
PG/PM/NS
(Release ID: 1895530)
Visitor Counter : 474