অর্থমন্ত্রক

২০২২-এর ডিসেম্বর মাসে দেশে সংগৃহীত মোট জিএসটি-র পরিমাণ ১,৪৯,৫০৭ কোটি টাকা

২০২১-এর ডিসেম্বরের তুলনায় বৃদ্ধির হার ১৫ শতাংশ

Posted On: 01 JAN 2023 3:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ জানুয়ারি, ২০২৩

 

গত ডিসেম্বর, ২০২২-এ দেশে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১,৪৯,৫০৭ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি বাবদ ২৬,৭১১ কোটি এবং এসজিএসটি বাবদ ৩৩,৩৫৭ কোটি টাকা সংগৃহীত হয়েছে। সেস বাবদ আদায় হয়েছে ১১,০০৫ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর মাসের তুলনায় গত বছরের ডিসেম্বরে জিএসটি সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ হারে।

রাজ্যভিত্তিক জিএসটি সংগ্রহের বিশেষ তথ্য ও পরিসংখ্যান -

 

রাজ্য

ডিসেম্বর ২০২১

ডিসেম্বর ২০২২

বৃদ্ধির হার

জম্মু ও কাশ্মীর

৩২০

৪১০

২৮%

হিমাচল প্রদেশ

৬৬২

৭০৮

%

পাঞ্জাব

১,৫৭৩

১,৭৩৪

১০%

চণ্ডীগড়

১৬৪

২১৮

৩৩%

উত্তরাখণ্ড

১,০৭৭

১,২৫৩

১৬%

হরিয়ানা

৫,৮৭৩

৬,৬৭৮

১৪%

দিল্লি

৩,৭৫৪

৪,৪০১

১৭%

রাজস্থান

৩,০৫৮

৩,৭৮৯

২৪%

উত্তরপ্রদেশ

৬,০২৯

৭,১৭৮

১৯%

১০

বিহার

৯৬৩

১,৩০৯

৩৬%

১১

সিকিম

২৪৯

২৯০

১৭%

১২

অরুণাচল প্রদেশ

৫৩

৬৭

২৭%

১৩

নাগাল্যান্ড

৩৪

৪৪

৩০%

১৪

মণিপুর

৪৮

৪৬

-%

১৫

মিজোরাম

২০

২৩

১৬%

১৬

ত্রিপুরা

৬৮

৭৮

১৫%

১৭

মেঘালয়

১৪৯

১৭১

১৫%

১৮

আসাম

১,০১৫

১,১৫০

১৩%

১৯

পশ্চিমবঙ্গ

৩,৭০৭

৪,৫৮৩

২৪%

২০

ঝাড়খণ্ড

২,২০৬

২,৫৩৬

১৫%

২১

ওড়িশা

৪,০৮০

৩,৮৫৪

-৬%

২২

ছত্তিশগড়

২,৫৮২

২,৫৮৫

%

২৩

মধ্যপ্রদেশ

২,৫৩৩

৩,০৭৯

২২%

২৪

গুজরাট

৭,৩৩৬

৯,২৩৮

২৬%

২৫

দমন ও দিউ

-

-৮৬%

২৬

দাদরা ও নগর হাভেলি

২৩২

৩১৭

৩৭%

২৭

মহারাষ্ট্র

১৯,৫৯২

২৩,৫৯৮

২০%

২৯

কর্ণাটক

৮,৩৩৫

১০,০৬১

২১%

৩০

গোয়া

৫৯২

৪৬০

-২২%

৩১

লাক্ষাদ্বীপ

-৩৬%

৩২

কেরল

১,৮৯৫

২,১৮৫

১৫%

৩৩

তামিলনাড়ু

৬,৬৩৫

৮,৩২৪

২৫%

৩৪

পুদুচেরি

১৪৭

১৯২

৩০%

৩৫

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

২৬

২১

-১৯%

৩৬

তেলেঙ্গানা

৩,৭৬০

৪,১৭৮

১১%

৩৭

অন্ধ্রপ্রদেশ

২,৫৩২

৩,১৮২

২৬%

৩৮

লাদাখ

১৫

২৬

৬৮%

৯৭

অন্যান্য অঞ্চল

১৪০

২৪৯

৭৮%

৯৯

কেন্দ্রশাসিত অঞ্চল

১৮৬

১৭৯

-৪%

 

মোট

৯১,৬৩৯

১,০৮,৩৯৪

১৮%

 

 PG/SKD/DM



(Release ID: 1888059) Visitor Counter : 136