প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইউক্রেনের রাষ্ট্রপতি শ্রী ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর টেলিফোনে কথা

Posted On: 26 DEC 2022 8:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের রাষ্ট্রপতি শ্রী ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন।

জি-২০ গোষ্ঠীর সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য ভারতকে ইউক্রেনের রাষ্ট্রপতি অভিনন্দন জানান। উন্নয়নশীল দেশে খাদ্য ও জ্বালানী সংক্রান্ত নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভাপতি হিসাবে ভারত কাজ করবে বলে শ্রী মোদী জানিয়েছেন।

উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এ বছরের গোড়ার দিকে যেসব ভারতীয় ছাত্রছাত্রী ইউক্রেন থেকে ফিরে এসেছেন, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ইউক্রেনে চলমান সংঘাত নিয়ে দুই নেতা মতবিনিময় করেছেন। শ্রী মোদী জোর দিয়ে বলেছেন, অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করতে হবে এবং মতপার্থক্য দূর করতে দীর্ঘমেয়াদী এক সমাধানসূত্র খুঁজে বের করতে কূটনৈতিক পর্যায়ে আলাপ-আলোচনা করতে হবে। যে কোনও ধরনের শান্তি উদ্যোগে ভারতের সমর্থনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য মানবিক সাহায্য পাঠাতে ভারত অঙ্গীকারবদ্ধ।

 

PG/CB/SB


(Release ID: 1886907) Visitor Counter : 189