প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ফিজি-র প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় সিতিভেনি রাবুকা-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 24 DEC 2022 5:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪  ডিসেম্বর, ২০২২

 

ফিজি-র প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় সিতিভেনি রাবুকা-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;

“ফিজি-র প্রধানমন্ত্রী হিসেবে আপনি নির্বাচিত হওয়ায় @slrabuka অভিনন্দন। ফিজি এবং ভারতের মধ্যে ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও সুদৃঢ় করতে একযোগে কাজ করার লক্ষ্যে আমি তাকিয়ে আছি।”

 

PG/AB/ NS


(Release ID: 1886487)