বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার গ্রহণ করার আগে তা যাচাই করে নিন: ইউআইডিএআই
যথাযথ পরিচয়ের জন্য এবং সম্ভাব্য অপব্যবহার রুখতে আধার যাচাই করুন
Posted On:
24 NOV 2022 3:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ নভেম্বর, ২০২২
কোনো ব্যক্তির পরিচয় হিসেবে আধার কার্ড বা বৈদ্যুতিন আকারে গ্রহণ করার আগে তা যাচাই করে নিতে হবে।
ভারতের বিশেষ পরিচয়পত্র সংক্রান্ত কর্তৃপক্ষ ইউআইডিএআই আধারধারীর সম্মতিক্রমে আধার নম্বর যাচাই করে দেয় এবং এটি এম আধার, আধার পিভিসি, ই-আধার বা আধার চিঠির মতো যে কোন আধারের সত্যতা নিরূপণ করে।
যেকোন অসামাজিক কাজকর্ম ও আধারের অপব্যবহার রুখতে এই পদক্ষেপ জরুরি। ইউআইডিএআই জানিয়েছে যেকোন ১২ সংখ্যার নম্বরই আধার নয়। আধার সংক্রান্ত নথিপত্র নকল করার বিষয়টি ইতিমধ্যেই ধরা পড়েছে। এ ধরনের জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ। আধার আইনের ৩৫ নম্বর ধারা অনুযায়ী জরিমানাও করা হবে।
ইউআইডিএআই বিভিন্ন রাজ্য সরকারকে এই আধার যাচাইয়ের বিষয়টিকে জোর দেওয়ার অনুরোধ জানিয়েছে। পরিচয়পত্র হিসেবে যখনই আধার জমা দেওয়া হবে তখন যেন যথাযথ নিয়ম মানা হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা দিতেও রাজ্যগুলিকে বলা হয়েছে।
আধারে থাকা কিউআর কোড ব্যবহার করে আধার যাচাই করা যায়। এম আধার অ্যাপ বা আধার কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে কিউ আর কোড পরীক্ষা করা সম্ভব। অ্যান্ড্রয়েড ও আইওএস এই দু ধরনের মোবাইল ফোনে বিনামূল্যে কিউআর কোড স্ক্যানারের সুবিধা রয়েছে।
PG/PM/NS
(Release ID: 1878630)
Visitor Counter : 204