প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া সফর করবেন

Posted On: 10 NOV 2022 7:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শ্রী জোকো উইডোডো’র আমন্ত্রণে জি-২০ সপ্তদশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৪ – ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালি সফর করবেন।

এবারের শীর্ষ সম্মেলনের মূল ভাবনা ‘একত্রিত হয়ে পুনরুদ্ধার, শক্তিশালী এক পুনরুদ্ধার’। বালি শীর্ষ সম্মেলনে জি-২০ নেতৃবৃন্দ এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। খাদ্য ও জ্বালানী ক্ষেত্রে নিরাপত্তা; স্বাস্থ্য এবং ডিজিটাল ব্যবস্থাপনার রূপান্তর – এই তিনটি বিষয়ের উপর সম্মেলনে কার্যকরি অধিবেশনের আয়োজন করা হয়েছে।

আগামী পয়লা ডিসেম্বর থেকে ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। বালি শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি উইডোডো প্রধানমন্ত্রী মোদীর কাছে জি-২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব অর্পণ করবেন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও, বালিতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন এবং বক্তব্য রাখবেন।

 

PG/CB/SB



(Release ID: 1875763) Visitor Counter : 97