অর্থমন্ত্রক

দেশের ১৪টি রাজ্যের অনুকূলে ২০২২-২৩ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি খাতে প্রদেয় অনুদানের অষ্টম কিস্তি আজ মঞ্জুর করা হল


অষ্টম কিস্তি বাবদ পশ্চিমবঙ্গকে দেওয়া হল ১১৩২ কোটি ২৫ লক্ষ টাকা

Posted On: 07 NOV 2022 2:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ নভেম্বর, ২০২২

 

দেশের ১৪টি রাজ্যের রাজস্ব ঘাটতি খাতে প্রদেয় অনুদানের ৭ হাজার ১৮৩ কোটি ৪২ লক্ষ টাকার অষ্টম মাসিক কিস্তিটি আজ মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় নির্বাহ দপ্তর। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশক্রমে এই অনুদান মঞ্জুর করা হ’ল।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরে সংশ্লিষ্ট রাজ্যগুলির অনুকূলে রাজস্ব ঘাটতি খাতে মোট ৮৬২০১ কোটি টাকা অনুদান দেওয়ার সুপারিশ করেছে পঞ্চদশ অর্থ কমিশন। ১২টি সমান মাসিক কিস্তিতে এই অনুদান দেওয়া হবে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে। নভেম্বর ২০২২ – এ অনুদানের অষ্টম কিস্তিটি মঞ্জুর করার ফলে বর্তমান আর্থিক বছরে এ পর্যন্ত রাজ্যগুলিকে রাজস্ব ঘাটতি খাতে প্রদত্ত অনুদানের মাত্রা দাঁড়িয়েছে ৫৭৪৬৭ কোটি ৩৩ লক্ষ টাকা।

যে রাজ্যগুলিকে এই অনুদানের আওতায় নিয়ে আসা হয়েছে, সেগুলি হ’ল – অন্ধ্রপ্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা, উত্তরাখন্ড ও পশ্চিমবঙ্গ। 

২০২২-২৩ অর্থ বছরে রাজ্যগুলিকে দেয় মোট অনুদানের মাত্রা এবং অষ্টম কিস্তি বাবদ মঞ্জুরিকৃত অর্থের একটি তালিকা এখানে দেওয়া হল: 

ক্রমিক সংখ্যা

রাজ্যগুলির নাম

নভেম্বর, ২০২২ – এ মঞ্জুরিকৃত অষ্টম কিস্তির পরিমাণ

২০২২-২৩ অর্থ বছরে রাজ্যগুলির প্রাপ্য মোট অনুদানের মাত্রা

অন্ধ্রপ্রদেশ

৮৭৯.০৮

৭০৩২.৬৭

আসাম

৪০৭.৫০

৩২৬০.০০

কেরল

১০৯৭.৮৩

৮৭৮২.৬৭

মণিপুর

১৯২.৫০

১৫৪০.০০

মেঘালয়

৮৬.০৮

৬৮৮.৬৭

মিজোরাম

১৩৪.৫৮

১০৭৬.৬৭

নাগাল্যান্ড

৩৭৭.৫০

৩০২০.০০

পাঞ্জাব

৬৮৯.৫০

৫৫১৬.০০

রাজস্থান

৪০৫.১৭

৩২৪১.৩৩

১০

সিকিম

৩৬.৬৭

২৯৩.৩৩

১১

ত্রিপুরা

৩৬৮.৫৮

২৯৪৮.৬৭

১২

উত্তরাখন্ড

৫৯৪.৭৫

৪৭৫৮.০০

১৩

পশ্চিমবঙ্গ

১১৩২.২৫

৯০৫৮.০০

 

PG/SKD/SB



(Release ID: 1874399) Visitor Counter : 106