যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

এনআইসি সম্ভাব্য আর্থিক জালিয়াতি প্রতিহত করতে একটি ভুয়ো এসএমএস-সম্পর্কে জনসাধারণকে সতর্ক করে দিয়েছে

Posted On: 04 NOV 2022 9:16AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ০৪ নভেম্বর, ২০২২

 

চাকরি সংক্রান্ত একটি ভুয়ো এসএমএস-এর খবরের বিষয়ে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি) জনসাধারণকে সতর্ক করে দিয়েছে। ওই এসএমএস-এ এনআইসি-র নাম ব্যবহার করে কর্মখালি সংক্রান্ত খবর প্রচার করা হয়েছে। এই তথ্য জানার পরই এনআইসি অনুসন্ধান চালিয়ে জানতে পারে একটি বেসরকারী এসএমএস পরিষেবা থেকে এই বার্তা পাঠানো হচ্ছে।

এটিকে সাইবার অপরাধ বলে বিবেচনা করে এনআইসি, CERT-In-তে অভিযোগ দায়ের করে। এই ধরনের এসএমএস-এর সাহায্যে ভুয়ো আর্থিক লেনদেনের আশঙ্কা রয়েছে। CERT-In প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভুয়ো ইউআরএল-টিকে শনাক্ত করেছে। এ ধরনের ভুয়ো এসএমএস সম্পর্কে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের এসএমএস পেলে incident@cert-in.org.in এবং https://cybercrime.gov.in -এ জানাতে বলা হয়েছে।

 

PG/CB/NS



(Release ID: 1873700) Visitor Counter : 96