প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী দীপাবলি উপলক্ষে ২৩ অক্টোবর অযোধ্যা সফর করবেন
প্রধানমন্ত্রী শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র পরিদর্শন করবেন
প্রধানমন্ত্রী ভগবান শ্রীরামলালা বিরাজমানকে দর্শন ও আরাধনা করবেন
প্রধানমন্ত্রী ভগবান শ্রীরামের প্রতীকী রাজ্যাভিষেক করবেন
প্রধানমন্ত্রী দীপোৎসব উদযাপনের সূচনা করবেন
প্রধানমন্ত্রী সরয়ূ নদীর নতুন ঘাটের আরতী এবং ত্রিমাতৃক হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো দেখবেন
Posted On:
21 OCT 2022 10:04AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২২
দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ অক্টোবর উত্তর প্রদেশের অযোধ্যা সফর করবেন। ঐদিন বিকেল ৫টায় শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র পরিদর্শনের পর তিনি ভগবান শ্রীরামলালা বিরাজমান’কে দর্শন ও আরাধনা করবেন। এরপর, ৫টা ৪৫ মিনিটে তিনি ভগবান শ্রীরামের প্রতীকী রাজ্যাভিষেক করবেন। শ্রী মোদী দীপোৎসব উদযাপনের সূচনার পাশাপাশি, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সরয়ূ নদীর নতুন ঘাটের আরতী প্রত্যক্ষ করবেন।
এই নিয়ে পরপর ছ’বার দীপোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। এবারই প্রথম প্রধানমন্ত্রী সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে ১৫ লক্ষেরও বেশি প্রদীপ প্রজ্জ্বলিত হবে। দীপোৎসব উপলক্ষে ৫টি অ্যানিমেটেড ট্যাবলো এবং বিভিন্ন রাজ্যের নৃত্য সম্বলিত ১১টি রামলীলা ট্যাবলো প্রদর্শিত হবে। প্রধানমন্ত্রী সরয়ূ নদীর তীরে রামকি পৈড়ি’তে সঙ্গীতের মাধ্যমে প্রদর্শিত লেজার শো এবং ত্রিমাতৃক হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো-ও প্রত্যক্ষ করবেন।
PG/CB/SB
(Release ID: 1870029)
Visitor Counter : 142
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam