প্রধানমন্ত্রীরদপ্তর

নরওয়ের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির অনুবাদ

Posted On: 09 JAN 2019 2:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ জানুয়ারি, ২০১৯

 

মাননীয়া,

প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ, 

নরওয়ে থেকে ভারতে আসা বিশিষ্ট অতিথিবৃন্দ,

বন্ধুগণ,

স্টকহোমে গত বছর আমি যখন প্রধানমন্ত্রী সোলবার্গের সঙ্গে সাক্ষাৎ করি, তখন তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। আজ তাঁকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। 

এই প্রথম নরওয়ের কোনও প্রধানমন্ত্রী ভারতে এলেন। প্রধানমন্ত্রী সোলবার্গের সফর আরও একটি কারণে বিশেষ। কারণ, তিনি রাইসিনা ডায়লগের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। এজন্য আমি তাঁকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

বন্ধুগণ,

২০১৭ সালে জি-২০ শিখর সম্মেলনের সময় আমি যখন প্রধানমন্ত্রী সোলবার্গের সঙ্গে সাক্ষাৎ করি, তখন তিনি আমাকে একটি ফুটবল উপহার দিয়েছিলেন। বিশেষভাবে বলতে চাই যে, গত বছরের গোল্ডেন বলটি নরওয়ে-কে উপহার দেওয়া হয়েছিল। কিন্তু, যে ফুটবলটি প্রধানমন্ত্রী আমাকে উপহার দিয়েছিলেন, তার দৃষ্টিভঙ্গী ছিল সম্পূর্ণ ভিন্ন। সুস্থিত উন্নয়নের লক্ষ্য পূরণের পরিচায়ক ছিল ঐ ফুটবল। 

সফরকালে প্রধানমন্ত্রী সোলবার্গ ভারতে নরওয়ের নতুন সবুজ দূতাবাস উদ্বোধন করেছেন। বিশ্বের উন্নয়নে তাঁর প্রচেষ্টার কথা যতই বলি না কেন, কম হবে। “নরওয়ে – ভারত অংশীদারিত্বে উদ্যোগ” মা ও শিশুদের স্বাস্থ্য ক্ষেত্রে এক সফল যৌথ প্রয়াস চালাচ্ছে। 

বন্ধুগণ,

বাণিজ্য ও বিনিয়োগ ভারত ও নরওয়ে সম্পর্কের এক গুরুত্বপূর্ণ দিক। আমি আনন্দিত যে, নরওয়ের ১০০টিরও বেশি কোম্পানির প্রতিনিধিরা এই সফরে প্রধানমন্ত্রী সোলবার্গের সঙ্গে ভারতে এসেছেন। ভারত – নরওয়ে বাণিজ্য শিখর সম্মেলনে ভারতের বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে তাঁদের সফল আলোচনা হয়েছে। ভারতের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি থেকে নরওয়ের কোম্পানীগুলি উপকৃত হবে বলেই আমি বিশ্বাস করি। 

বন্ধুগণ,

সমুদ্র অর্থনীতি ভারতের উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতের জনসংখ্যার ১৫ শতাংশই উপকূলবর্তী জেলাগুলিতে বসবাস করেন। আমাদের দ্বিপাক্ষিক সমুদ্র আলোচনা এই ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। 

বন্ধুগণ,

আন্তর্জাতিক মঞ্চে ভারত এবং নরওয়ের মজবুত সহযোগিতা রয়েছে। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের পুনর্গঠন, সন্ত্রাস মোকাবিলা সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করি। আজ আমরা আমাদের সহযোগিতার সব ক্ষেত্রগুলি পর্যালোচনা করেছি এবং তাদের আরও মজবুত করার লক্ষ্য স্থির করেছি।

মাননীয়া,

ভারত সফরের আমন্ত্রণ গ্রহণ করায় আমি আবারও আপনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। রাইসিনা ডায়লগে আজ সন্ধ্যায় আপনার বক্তব্য শোনার জন্য    আমরা বিশেষভাবে আগ্রহী। আপনার ভারত সফর আনন্দময় ও সফল হোক – এই কামনা করি। 

আপনাকে ধন্যবাদ। 

 

PG/PM/SB


(Release ID: 1868211) Visitor Counter : 72