প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ত্রয়োদশ ব্রিকস শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী মন্তব্য

Posted On: 09 SEP 2021 1:32PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর ২০২১

মাননীয় রাষ্ট্রপতি পুতিন, রাষ্ট্রপতি জি, রাষ্ট্রপতি রামাপোসা, রাষ্ট্রপতি বোলসোনারো,

নমস্কার,

ব্রিকস শিখর সম্মেলনে আপনাদের স্বাগত। ব্রিকস-এর পঞ্চদশ বার্ষিকী উপলক্ষে এই সম্মেলনের সভাপতিত্ব করতে পারা ভারত এবং আমার কাছে আনন্দের বিষয়। আপনাদের সঙ্গে আজকের শিখর বৈঠকের বিস্তারিত আলোচ্যসূচি রয়েছে। আপনারা সম্মত হলে আমরা এই আলোচ্যসূচি গ্রহণ করব। আলোচ্যসূচি গৃহীত হওয়ায় আপনাদের ধন্যবাদ।

মাননীয়গণ!

এই আলোচ্যসূচি গৃহীত হওয়ার ফলে আমরা সংক্ষেপে আমাদের উদ্বোধনী মন্তব্য রাখতে পারি। প্রথমে আমি আমার মন্তব্য রাখছি। আপনাদের প্রত্যেকে আপনাদের মন্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাব। সভাপতিত্বকালে, ব্রিকস-এর সমস্ত সদস্য এবং প্রত্যেকের কাছ থেকে আমরা সর্বোত সহযোগিতা পেয়েছি। এজন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত এক এবং অর্ধ দশকে ব্রিকস-এর প্ল্যাটফর্ম অনেক সাফল্য প্রত্যক্ষ করেছে। আজ বিশ্বের উন্নয়নশীল অর্থনীতি হিসেবে আমাদের এখন এক প্রভাবশালী কন্ঠ। উন্নয়নশীল দেশগুলির অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করার ক্ষেত্রে এই মঞ্চ খুবই প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে।

ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, কন্টিনজেন্সি রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট এবং এনার্জি রিসার্চ কো-অপারেশন প্ল্যাটফর্ম-র মতো বিভিন্ন শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করেছে। এগুলি নিয়ে নিঃসন্দেহে আমরা গর্ববোধ করতে পারি। তবে এই ক্ষেত্রে আমাদের আত্মসন্তুষ্টির অবকাশ নেই। আগামী ১৫ বছর ব্রিকস আরও বেশি ফলদায়ক হয়ে উঠুক তা আমরা নিশ্চিত করতে চাই।

সভাপতিত্বকালীন ভারত যে বিষয় নির্বাচন করেছে তা তার অগ্রাধিকারের ভিত্তিতেই যা হল ‘ব্রিকস@১৫ : ইন্ট্রা ব্রিকস কো-অপারেশন ফর কন্টিনিউইটি, কনসলিডেশন অ্যান্ড কনসেনসাস’। আমাদের ব্রিকস সহযোগিতার ক্ষেত্রে এই চারটি ‘সি’ হল মূল চালিকাশক্তি।

এ বছর কোভিডের চ্যালেঞ্জ সত্ত্বেও ১৫০টিরও বেশি ব্রিকস-এর বৈঠক এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ২০টি মন্ত্রী পর্যায়ের। ব্রিকস বহু ক্ষেত্রে অনেক কিছুই ‘প্রথমবার’ করেছে। সম্প্রতি প্রথমবার ব্রিকস-এর ডিজিটাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কারিগরি সহায়তায় স্বাস্থ্যের সুযোগ পৌঁছে দিতে উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে। বহুস্তরীয় ব্যবস্থার সংস্কার এবং তা শক্তিশালী করতে ব্রিকস এই প্রথমবার যৌথ অবস্থান নিয়েছে।

ব্রিকস-এর সন্ত্রাস বিরোধী কর্মপ্রণালী আমরা গ্রহণ করেছি। আমাদের মহাকাশ সংস্থাগুলির মধ্যে দূর নিয়ন্ত্রিত উপগ্রহ সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে সমঝোতা হয়েছে যা এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমাদের শুল্ক দপ্তরগুলির মধ্যে সহযোগিতা অন্তঃদেশীয় ব্রিকস বাণিজ্যের ক্ষেত্রকে আরও সহজ করবে। ব্রিকস-এর টিকা গবেষণা ও উন্নয়ন কেন্দ্র ভার্চ্যুয়াল মাধ্যমে চালু করার ব্যাপারে আমাদের মধ্যে সহমত হয়েছে। একটি নতুন উদ্যোগ হিসেবে ব্রিকস সহযোগী ‘গ্রিন ট্যুরিজম’কে আমরা গড়ে তুলতে চাই।

মাননীয়গণ!

এই সমস্ত নতুন উদ্যোগ আমাদের নাগরিকদের ক্ষেত্রে ফলদায়কই কেবল হবে না, আগামী দিনগুলিতে ব্রিকস একটি প্রতিষ্ঠান হিসেবে প্রাসঙ্গিক থাকার পথও প্রশস্ত করবে। ব্রিকস-কে আরও বেশি কার্যকর করার লক্ষ্যে আজকের এই বৈঠক আমাদের সঠিক দিশা দেবে বলে আমি স্থির নিশ্চিত। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি এখন আপনাদের সকলকে উদ্বোধনী মন্তব্য রাখার আহ্বান জানাই।

 

PG/AB/DM




(Release ID: 1867848) Visitor Counter : 76