তথ্যওসম্প্রচারমন্ত্রক
আকাশবাণীর ১০০.১ এফএম গোল্ড চ্যানেলে শুক্রবার ১৪ অক্টোবর সন্ধ্যে ৭.২৫ থেকে সাপ্তাহিক ভোটার সচেতনতা অনুষ্ঠান “মতদাতা জংশন”এর দ্বিতীয় পর্বে ‘একটি ভোটের ক্ষমতা’ শীর্ষক অনুষ্ঠান সম্প্রচার
प्रविष्टि तिथि:
14 OCT 2022 10:05AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অক্টোবর, ২০২২
ভারতের নির্বাচন কমিশন আকাশবাণীর সঙ্গে যৌথভাবে ভোটারদের সচেতন করে তোলার জন্য যে বিশেষ সাপ্তাহিক অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে তার দ্বিতীয় পর্বে ১৪ অক্টোবর শুক্রবার ‘একটি ভোটের ক্ষমতা’ শীর্ষক অনুষ্ঠান প্রচারিত হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং হায়দ্রাবাদ কেন্দ্রের ১০০.১ এফএম গোল্ডে সন্ধ্যে ৭.২৫ থেকে ১৫ মিনিটের এই অনুষ্ঠানটি বাংলা, হিন্দি সহ ২৩টি ভাষায় দেশজুড়ে সম্প্রচারিত হবে।
এফএম রেনবো, বিবিধ ভারতী সহ আকাশবাণীর মুখ্য চ্যানেলগুলিতে অনুষ্ঠানটি পুনঃসম্প্রচারিত হবে সন্ধ্যে ৭টা থেকে রাত্রি ৯টার মধ্যে। এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপে এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। সাপ্তাহিক মতদাতা জংশন অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের ভোটদাতা সহ সকল ভোটারকে ভোটদানে উৎসাহিত করার জন্য ৫২ ধরনের বিষয়ের ওপর অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে। প্রত্যেক পর্বে নির্বাচন কমিশন ক্যুইজ, বিশেষজ্ঞদের মতামত এবং সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিশিপেশন শাখার তৈরি গান প্রচার করছে। ভোটদানের বিভিন্ন বিষয় নিয়ে যে কোন নাগরিকের প্রশ্নের জবাব অনুষ্ঠানের সিটিজেন্স কর্নার বিভাগে দেওয়া হবে।
PG/CB/NS
(रिलीज़ आईडी: 1867697)
आगंतुक पटल : 243