মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

কান্দলার টুনা টেকরায় বহু উদ্দেশ্যসাধক কার্গো বার্থের উন্নয়ন প্রস্তাব অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে

Posted On: 12 OCT 2022 4:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর ২০২২

 

বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার (বোট)-এর ভিত্তিতে কান্দলায় কচ্ছ উপকূল বরাবর টুনা-টেকরায় বহু উদ্দেশ্যসাধক কার্গো বার্থের উন্নয়ন সম্পর্কিত একটি প্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে। প্রকল্পটি রূপায়িত হবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে।

সমগ্র প্রকল্পটি রূপায়ণে ব্যয় ধরা হয়েছে ২,২৫০ কোটি ৬৪ লক্ষ টাকা। প্রকল্পটি চালু হলে ভবিষ্যতে বহু উদ্দেশ্যসাধক কার্গো চলাচলের বিষয়টি আরও উন্নত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বহু উদ্দেশ্যসাধক যে কার্গো বার্থটির উন্নয়ন প্রস্তাব করা হয়েছে তার মধ্যে কন্টেনার চলাচল বা তরল পণ্য পরিবহণ সম্পর্কিত সুযোগ-সুবিধার বিষয়গুলি অন্তর্ভুক্ত নয়।

 

PG/SKD/DM/


(Release ID: 1867195) Visitor Counter : 151