প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নবরাত্রির মহা সপ্তমীতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


মা কালরাত্রির আশীর্বাদ প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 02 OCT 2022 9:19AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ অক্টোবর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রির পবিত্র মহা সপ্তমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ভক্তদের জন্য মা কালরাত্রির আশীর্বাদ প্রার্থনা করেন এবং মা কালরাত্রির একটি প্রার্থনা স্তোত্রও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “সুখপ্রসন্নবদনাং স্মরানন সরৌরুহাম্।
এবং সচ্চিয়ন্তয়েততকালোরাত্রিং সর্বকামোসমৃদ্ধিদাম্।

দেশবাসীকে নবরাত্রির মহা সপ্তমীর মঙ্গল কামনা। মা কালোরাত্রির করুণা ও অসীম কৃপায় আপনাদের সকলের জীবন আলোকোজ্জ্বল ও সুখকর হয়ে উঠুক। এর সঙ্গে জড়িত একটি স্মৃতি …..”

 

PG/PM/SB


(रिलीज़ आईडी: 1864453) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam