প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে-র রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিলেন শ্রী নরেন্দ্র মোদী

Posted On: 27 SEP 2022 4:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২২

 

জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে-র রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। টোকিও-র নিপ্পন বুড়োকান-এ আয়োজিত প্রয়াত আবে-র শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০ জন রাষ্ট্রপ্রধান সহ ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি।

একদা তাঁর প্রিয় বন্ধু প্রয়াত শিনজো আবে-র স্মৃতিতে সম্মান প্রদর্শন করেন শ্রী নরেন্দ্র মোদী। জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী ছিলেন ভারত-জাপান অংশীদারিত্বের এক বিশেষ প্রতিভূ।

রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান শেষে প্রয়াত শিনজো আবে-র স্ত্রী মিসেস আকি আবে-র সঙ্গে এক একান্ত বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী। তিনি তাঁর শোক ও সমবেদনা প্রকাশ করেন মিসেস আবে-র কাছে। ভারত-জাপান অংশীদারিত্বের সম্পর্ককে এক নতুন মাত্রায় উন্নীত করার ক্ষেত্রে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রীর অবদানের কথা স্মরণও করেন তিনি। পরে, জাপানের বর্তমান প্রধানমন্ত্রী মিঃ কিশিদার সঙ্গেও আলাপচারিতায় মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী। 


PG/SKD/DM/


(Release ID: 1863561) Visitor Counter : 114